দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৮ দিন নিখোঁজ থাকার পর অস্ট্রেলিয়ার দুর্গম এলাকা থেকে ৪ বছর বয়সী শিশু ক্লিওকে জীবিত উদ্ধার করা হয়েছে। তালাবদ্ধ একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে এই উদ্ধার অভিযান সিনেমাকেও হার মানালো!
এই ঘটনায় অস্ট্রেলিয়াজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজ ওই শিশুকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার বাবা-মা এবং স্থানীয় পুলিশ। স্বস্তি প্রকাশ করেছেন স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।
শিশুটি নিখোঁজের ১৮ দিন পর বাবা-মায়ের কোলে ফিরলো ছোট্ট শিশু ক্লিও। তাও আবার জীবিত অবস্থায়। অনেকেই ধরে নিয়েছিল আর হয়তো ফিরে আসবে না শিশু ক্লিও। তবে পুলিশও যেনো হাল ছাড়াড় পাত্র নয়। টানা ২ সপ্তাহের শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর পর অবশেষে জীবিত উদ্ধার হয় শিশুটিকে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রেলিয়ার কারনারভান শহরের নিকটবর্তী এলাকায় পারিবারিক ভ্রমণের সময় গত ১৬ অক্টোবর তাঁবু থেকে নিখোঁজ হয়ে যায় ৪ বছর বয়সী ক্লিও স্মিথ। তারপর থেকে শিশুটিকে খুঁজে পেতে তোলপাড় শুরু হয়ে যায়। ক্লিও স্মিথ নিখোঁজের ঘটনায় আটক সন্দেহ ভাজন ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।
ফরেনসিক সূত্র ধরে কারনারভন অঞ্চলের একটি বাড়িতে অভিযান চালিয়ে ক্লিও স্মিথকে উদ্ধার করে পুলিশ।
এই বিষয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডেপুটি কমিশনার কল ব্লানচ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ছোট্ট ক্লিওকে ওই বাড়ির একটি কক্ষ হতে উদ্ধার করেছে।’
ডেপুটি কমিশনার ব্লানচ আরও বলেছেন, “আমাদের এক কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন যে, ‘তোমার নাম কী?’ শিশুটি জবাব দেয়, আমার নাম ক্লিও”।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।