দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ অ্যামেরিকার মেরিল্যান্ড শহরে প্রশিক্ষণ বিমান থেকে ভুল ক্রমে একটি বোমা পানশালার বাইরে পার্কিং লটে পড়ে বিস্ফোরিত হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
অ্যামেরিকার একটি প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণ শেষে ব্যরাকে ফিরে যাওয়ার সময় মেরিল্যান্ড শহরের উপকণ্ঠে বিমানে থাকা একটি প্রশিক্ষণ বোমা নিচে পার্কিং লটে পড়ে বিস্ফোরিত হয়েছে এ ঘটনায় অল্পের জন্য বেশ কিছু মানুষের জীবন বেঁচে যায়।
বোমা নিক্ষেপ হওয়া বিমানটি হচ্ছে ১০৪ ফাইটার স্করাড্রন ১৭৫উইং এর Warthog জেট বিমান। বিমানটি বৃহস্পতিবার রাতে তাঁর নিয়মিত শহরের মধ্য নদীতে যুদ্ধের জন্য প্রশিক্ষণ মোহড়া দিয়ে আসছিল। কিন্তু ফিরতি পথে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল কার্লেস কোহলার বলেন, “দুর্ঘটনা স্থল এবং উক্ত বিমান এখন তদন্তাধীন, ঘটনা স্থলে গার্ড নিয়োগ করা হয়েছে।“
কোহলার বিশেষত এখনো বলতে পারছেন না নিক্ষেপ করা বোমা আসলে কি ধরণের তবে এটি দেখতে ৫০০ পাউন্ড ওজনের মনে হচ্ছে।
কোহলার বলেন, “অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি একটি নিছক দুর্ঘটনা মাত্র, আমরা অত্যন্ত ভাগ্যবান যে এতে কোন হতা হত হয়নি। নিরাপত্তা অবশ্যই আমাদের সকল অপারেশানের প্রধান বিষয়।“
এদিকে বোমা নিচে নেমে আসার সময় প্রত্যক্ষদর্শী উক্ত পানশালার একজন কাস্টমার বলেন, “ হঠাৎ করে আমি পার্কিং লটে শব্দ এবং আগুন জ্বলতে দেখতে পাই। সামনে এগিয়ে দেখি ঘটনা স্থলে ৩ ফিট গভীর গর্ত হয়ে আছে এবং সেখানে থাকা সকল গাড়ির উপর ময়লা ও ধূলাবালি পড়ে আছে। এর কিছুক্ষন পর পুলিশ এসে বিষয়টি দেখে বোমার অবস্থান শনাক্ত করেন এবং বোমা নিষ্ক্রিয় করার ইউনিটকে খবর দেন।“
সূত্রঃ হাফিংটন পোস্ট।