দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষা সৈনিক আব্দুল মতিনের অবস্থা স্থিতিশীল। পিজিতে ব্রেইনের সফল অস্ত্রপচারের পর থেকে তাঁর শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকের উদ্বৃতি দিয়ে পারিবারিক সূত্র দি ঢাকা টাইমসকে এ খবর নিশ্চিত করেছে।
গতকাল শুক্রবার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ভাষা সৈনিকের অবস্থা জানতে চাইলে তাঁর সহধর্মিনী মনিকা মতিন দি ঢাকা টাইমসকে বলেন, ‘চিকিৎসকরা এখনও কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। অপারেশন সফল হওয়ার পর থেকে তাঁর কোন অবনতি বা উন্নতি ঘটেনি। স্থিতিশীল অবস্থায় রয়েছে। এখনও তিনি সংজ্ঞাহীন অবস্থায় রয়েছেন। তবে তাঁকে দু’তিন বার ডাকলে একবার একটু গোঙ্গানোর মতো করে সাড়া দিয়েছেন।’
এদিকে আইসিইউতে থাকায় ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তাঁর কাছে এখনও কাওকে যেতে দেওয়া হচ্ছে না। প্রতিদিন বহু ব্যক্তি যাচ্ছেন ভাষা সৈনিককে এক নজর দেখা এবং খোঁজ নেওয়ার জন্য। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ১০ তলায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। ৮ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার তদারকি করছেন।
উল্লেখ্য, বায়ান্ন ভাষা আন্দোলনের লড়াকু সৈনিক আব্দুল মতিন সাম্প্রতিক সময়ে ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। ১৮ আগস্ট মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৯ আগস্ট তাঁকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরদিন তাঁ ব্রেণের সফল অস্ত্রপচার করেন চিকিৎকরা।
ভাষা মতিন সম্পর্কে জানতে আরও পড়ুন: “এক ভাষা মতিনের কাহিনী: চিকিৎসার ব্যয় যার কাছে দুরুহ!”