দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নওগাঁর ৮ বছর বয়সী এক কিশোর বিরল রোগে আক্রান্ত হয়েছে। তার পুরো শরীর পাথরে পরিণত হচ্ছে। চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন।
ওই কিশোরের বাড়ি নওগাঁ জেলার রাণীনগর উপজেলাতে। ভ্যান চালক আবুল কালাম আজাদ এবং দিনমজুর জাহানারার তৃতীয় সন্তান মেহেন্দি হাসান নামে এই ৮ বছর বয়সী কিশোর জন্মের পর হতে অজানা এক চর্মরোগে আক্রান্ত হয়। এরপর ধীরে ধীরে তার সমস্ত শরীরের চামড়া পাথরের মতো শক্ত হতে থাকে। সামান্য নড়াচড়া করলেই তীব্র ব্যথা অনুভূত করার কারণে সে একটা জামা পর্যন্ত পরতে পারে না।
এদিকে এমন একটি বিরল রোগ দেখে এলাকার মানুষ কুসংস্কারাচ্ছন্ন হয়ে তাকে এক ঘরে করে রেখেছে। বিরল ওই রোগের ভয়ে কেও ওই কিশোর মেহেন্দি হাসানের সঙ্গে খেলাধুলাও করে না। এমন কি কেও কথাও বলে না।
মেহেন্দি হাসানের দরিদ্র বাবা-মা’র সামর্থ্য নেই তার চিকিৎসা করানোর। যা কিছু ছিলো স্থানীয় কবিরাজ, পীর ফকিরের পেছনেই খরচ করেছেন তারা। নিরুপায় হয়ে তাই তারা এখন ছেলের চিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তথ্যসূত্র: ডেইলি মেইল