দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এভারেস্টসহ হিমালয়ের বিভিন্ন চূড়ায় ওঠার পথে থাকা বিভিন্ন বেজ ক্যাম্পে ওয়াই-ফাই জোন চালুর পরিকল্পনা গ্রহণ করেছে নেপাল সরকার। নির্দিষ্ট স্থানে বসানো এসব জোনে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে।
পর্যটন ব্যবসা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় তথ্য বিনিময় ব্যবস্থা সহজতর করতেই এমন উদ্যোগ নিয়েছে নেপাল। এই বিষয়ে নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি (এনটিএ) চেয়ারম্যান দিগম্বর ঝা জানিয়েছেন, প্রাথমিকভাবে লুকলা-ইবিসি ও অন্নপূর্ণায় ওয়াই-ফাই জোন দুটি চালু করা হবে।
পরবর্তীতে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। এভারেস্টে বিনামূল্যে ওয়াই-ফাই জোন চালুর পাশাপাশি নেপালের এক হাজারেরও বেশি প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে ওয়াই-ফাই জোন চালু করতে চলেছে নেপাল সরকার। বিশ্বব্যাপি ইন্টারনেটের সংযোগ স্থাপন সহজতর করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।