দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুসলিম সম্প্রদায়ের দুটি ঈদের মধ্যে অন্যতম হলো এই কোরবানীর ঈদ। ধর্মীয় রীতি অনুযায়ী আমরা এই ঈদে পশু কোরবানী করে থাকি। তবে কি ধরনের পশু কোরবানী করা উচিত তা আমাদের অনেকের হয়তো জানা নাও থাকতে পারে। আজ জেনে নিন বিষয়টি।
আজ বাদে আর মাত্র দুই দিন রয়েছে ঈদের বাকি। আগামী দুই দিনের মধ্যেই আপনাকে কোরবানী গরু খাসি বা অন্য কোনো পশু ক্রয় করতে হবে। ইসলামের বিধান মতে, অত্যন্ত সবল ও শক্তিশালী এবং রোগগ্রস্থ নয় এমন পশু কোরবানী করতে হবে। কোরবানী পশুর ক্ষেত্রে আর কি কি বিষয় রয়েছে সেটি আজ জেনে নিন।
কোরবানীর পশু নির্বাচন করবেন যেভাবে
# গরু, ছাগল, উট ও দুম্বা এই কয় প্রকার গৃহপালিত পশু দ্বারা কোরবানী করা জায়েজ। এগুলো ব্যতিত অন্য পশু যত মূল্যবানই হোক, তা দিয়ে কোরবানী জায়েজ হবেনা।
# ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে পূর্ণ এক বৎসর বয়সের হতে হবে।
# বয়স যদি কিছু কমও হয় কিন্তু এমন মোটা তাজা যে, এক বৎসর বয়সীদের মধ্যে ছেড়ে দিলেও তাদের চেয়ে ছোট মনে হয় না, তাহলে তার দ্বারা কোরবানী জায়েজ আছে।
# বকরী কোন অবস্থায় এক বৎসরের কম হলে চলবে না।
# গরু ও মহিষের বয়স কম পক্ষে ২ বৎসর হতে হবে।
# উট এর বয়স কমপক্ষে ৫ বৎসর হতে হবে।
# কোরবানীর পশু ভাল এবং হূষ্টপুষ্ট হওয়াই উত্তম।
# যে প্রাণী লেংড়া অর্থ্যাৎ যা তিন পায়ে চলতে পারে-এক পা মাটিতে রাখতে পারে না বা রাখতে পারলেও ভর করতে পারে না এমন পশু দ্বারা কোরবানী হবে না।
# যে পশুর একটিও দাঁত নেই তার দ্বারা কোরবানী হবে না।
# যে পশুর কান জন্ম হতে নেই সে পশুদ্বারা কোরবানী জায়েয নয়।
# যে পশুর শিং মূল থেকে ভেঙ্গে যায় তা দ্বারা কোরবানী বৈধ নয়। তবে শিং উঠেইনি বা কিছু পরিমাণ ভেঙে গিয়েছে এমন পশু দ্বারা কোরবানী জায়েজ আছে।
# যে পশুর উভয় চোখ অন্ধ বা একটি চোখের দৃষ্টি শক্তি এক তৃতীয়াংশ বা তার বেশি নষ্ট তা দ্বারা কুরবানি জায়েজ নেই।
# যে পশুর একটি কান বা লেজের এক তৃতীয়াংশ কিংবা তার চেয়ে বেশি কেটে গিয়েছে তা দ্বারা কুরবানি সঙ্গত নয়।
# অতিশয় কৃশকায় ও দুর্বল পশু দ্বারা কোরবানী বৈধ নয়।
# ভাল পশু ক্রয় করার পর এমন দোষ ত্রুটি দেখা দিয়েছে যার কারণে কোরবানী দুরস্ত হয় না-এরূপ হলে সেটিই কোরবানী দেয়া দুরস্ত হবে।
# গর্ভবতী পশু কোরবানী করা জায়েজ। যদি পেটের বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সে বাচ্চাও জবাই করে দিতে হবে। তবে প্রসবের নিকটবর্তী হলে সেরূপ পশু কুরবানি দেয়া মাকরুহ।
# বন্ধ্যা পশু কোরবানী করা জায়েজ আছে।