দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বৈচত্রময় পৃথিবীর অনেক তথ্যই আমরা জানি না। প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ধরনের পরিবর্তন। ব্যস্ততা বা অনিচ্ছার কারণে এই পৃথিবীর অনেক তথ্যই আমাদের অজানা রয়ে গেছে। তাহলে চলুন আজ বিভিন্ন জীব এবং জড়বস্তুর মজার মজার নানা অজানা তথ্য জেনে নিই।
১। পৃথিবী নিজ অক্ষে ঘন্টায় ১০০০ মাইল বেগে ঘোরে এবং ৬৭০০০ মাইল বেগে সামনের দিকে এগিয়ে যায়। তবুও আমরা কিছুই অনুভব করতে পারি না।
২। প্রতি বছর পৃথিবীতে প্রায় ১০,০০,০০০ এরও বেশী ভুমিকম্প হয়ে থাকে। যার বেশির ভাগই খুব মৃদু। তাই আমরা বুঝতে পারি না।
৩। পৃথিবীতে প্রতি সেকেন্ডে প্রায় ১০০ বার বজ্রপাত হয়ে থাকে। বেশির ভাগ বজ্রপাত প্রায় ১০ মিলিয়ন ভোল্ট শক্তি নিয়ে ভূপৃষ্ঠ স্পর্শ করে।
৪। পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পান উইলহেম রনজেন তিনি এক্স-রে আবিস্কার করার জন্য এই পুরষ্কার পান।
৫। পৃথিবীর সবচেয়ে উচু গাছটির নাম অস্ট্রেলিয়ান ‘ইউক্যালিপটাস’ যার উচ্চতা প্রায় ৪৩৫ ফুট।
৬। ইলেকট্রনিক ঈল মাছ প্রায় ৬৫০ ভোল্ট শক দিতে পারে।
৭। টেলিফোন এবং টিভি সিগন্যাল আদান প্রদানের জন্য ১৯৬২ সালে যোগাযোগ উপগ্রহ টেলস্টার উৎক্ষেপন করা হয় ।
৮। জিরাফ দিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২০ মিনিট ঘুমায় ।
৯। একটি রক্ত কোষ সারা শরীর ঘুরে আসতে সময় লাগে মাত্র ৬০ সেকেন্ড।
১০। যদি আলোর গতিতেও যাত্রা শুরু করা হয়, তাহলেও নিকটস্থ ছায়াপথ এন্ড্রোমিডাতে যেতে সময় লাগবে প্রায় বিশ লক্ষ বছর।
১১। বাঁশের এমন কিছু প্রজাতি আছে যেগুলো দিনে প্রায় ৩ ফুট পর্যন্ত বাড়ে।
১২।আকৃতি দিক থেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পোকা হল গবরে পোকা (বিটল)। একটা রাইনোসোরাস গুবরে পোকা তার নিজের ওজনের চেয়ে প্রায় ৮৫০ গুন বেশী ওজন বহন করতে পারে।
১৩। একটি তেলাপোকা মাথা ছাড়াও ৯ দিন বেচে থাকতে পারে ।
১৪। প্রথম বাইসাইকেল তৈরী হয় ১৮১৭ সালে ।
১৫। মানব মস্তিস্ক শরীরের আয়তনের মাত্র ২% হলেও এর শক্তি চাহিদা মোট শক্তির ২০%।
১৬। মিশরীয়রা প্রথম এ্যালার্ম ঘড়ি আবিস্কার করেন।
১৭।একটা রাই গাছের শিকড় মাটির নীচে প্রায় ৪০০ মাইল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে।
১৮। প্লাটিপাস এবং একিডনা স্তন্যপায়ী প্রানীদের মধ্যে ব্যতিক্রম। কারণ এরা ডিম পাড়ে এবং বাচ্চাকে স্তন্যপান করায়।
১৯। একমাত্র চিংড়ির হ্রৎপিন্ড থাকে মাথায় ।
২০। বাদুররা সাধারনত আস্তানা ছেড়ে খাবারের সন্ধানে সবসময় বাম দিকে উড়ে যায় ।
২১। নীল তিমির জিহ্বা একটা হাতির মতো লম্বা।
২২। মরুভুমিতে পানি ছাড়া একটি ইদুর উটের চেয়ে বেশি দিন বেঁচে থাকে।
২৩। দাবা খেলাটির উৎপত্তি হল ভারতে।
২৪। উটপাখির চোখ তার মস্তিস্কের চাইতে বড় ।
২৫। টাইগার শার্কের বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে। কেবল মাত্র যেটা বেঁচে থাকে সেটাই জন্ম গ্রহণ করে।