The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

২০ মিনিটে চার্জ হবে বিদ্যুৎচালিত যানবাহন

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বিদ্যুৎচালিত যানবাহন ভালোভাবে ব্যাটারি রিচার্জ করার জন্য কয়েক ঘন্টা সময় লেগে যায়। এই সময় কমিয়ে আনার জন্য অনেক প্রতিষ্ঠান চেষ্টা করছে। সম্প্রতি বিএমডব্লিউ (BMW) এবং জেনারেল মোটরস (GM) এর প্রকৌশলীবৃন্দ ঘোষণা করেছেন, ৮০ ভাগ বিদ্যুৎচালিত যান (EV) মাত্র ২০ মিনিটে রিচার্জ করা সম্ভব। এটি সম্ভব হয়েছে সোসাইটি অব অটোমোটিভ ইঞ্জিনিয়ারস বা Society of Automotive Engineers (SAE) এর নির্মিত ডিসি কমবো ফাস্ট চার্জার (DC Combo Fast Charger) এর মাধ্যমে।


Combo-Fast-Charge-Station

কম্বো কানেক্টরটিতে পূর্বেকার পাঁচ পিনের এসি সকেটের নিচে দুটি বড় পিন রাখা হয়েছে। যাতে ডাইরেক্ট ৪৮০ ভোল্টে চার্জ হতে পারে। পুরনো যানগুলো নতুন কানেক্টর ব্যবহার করে চার্জ নিতে পারবে। সদ্য আবিষ্কারটি পরীক্ষায় সফলতা দেখিয়েছে। জেনারেল মোটরস এর ব্রিট্ট গ্রোস জানান, ডিসি কমবো ফাস্ট চার্জার দৃশ্যপট পাল্টে দিয়েছে। চা বিরতির সময় চার্জ স্টেশনে আপনার যানটি রেখে ১০-২০ মিনিটে আপনার যানটি সম্পূর্ণ চার্জ করে নিতে পারবেন।

প্রযুক্তিটি প্রথমে বিএমডব্লিউ এবং জেনারেল মোটরস গ্রহণ করেছে। কোম্পানি দুটি ছাড়া ফোর্ড, ক্রাইসলার, ডেইমলার, ভক্সওয়াগেন, অডি এবং পোর্শ আগত নতুন যানবাহনের ক্ষেত্রে নতুন উদ্ভাবনটি গ্রহণ করার পরিকল্পনা করছে।

আমাদের দেশে বেশির ভাগ যান বাহন তেল চালিত। সিএনজি কনভার্সন করা যানবাহন এর সংখ্যাও প্রচুর। বিদ্যুৎচালিত যান এর প্রচলন আমাদের দেশে খুব একটা নেই। কিছু ইজিবাইক এবং মোটর চালিত রিকশা আছে যা ব্যাটারিতে চলে। যদিও এগুলোর অনুমোদন দেয়া হয় নি। ব্যাটারি গুলো চার্জ করার জন্য সময় লাগে প্রচুর এবং বৈদ্যুৎতিক অপচয়ও নেহাৎ কম নয়। আমাদের দেশে বিদ্যুৎচালিত যানবাহন এর প্রচলন করলে পাশাপাশি নতুন উদ্ভাবনটি যুক্ত করতে পারলে অনেক সমস্যা সমাধান হতে পারে।

তথ্যসূত্র: দি টেক জার্নাল

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali