The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী: ইমরান খানের শপথ আজ

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নবনির্বাচিত প্রতিনিধিরা ভোটাভুটির মাধ্যমে বেছে নিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির নবনির্বাচিত প্রতিনিধিরা ভোটাভুটির মাধ্যমে বেছে নিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী তথা ন্যাশনাল অ্যাসেম্বলির পরবর্তী নেতাকে। প্রত্যাশিতভাবেই ভোটাভুটিতে জিতলেন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খান। তিনি ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে আজ (শনিবার) শপথ নিচ্ছেন।

পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী: ইমরান খানের শপথ আজ 1

ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা হওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন দু’জন। তারা হলেন পিটিআই-এর নেতা ইমরান খান ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)-এর প্রেসিডেন্ট শাহবাজ শরিফ।

গতকাল (শুক্রবার) বেলা সাড়ে ৩টার দিকে ন্যাশনাল অ্যাসেম্বলিতে নব নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়। তারপরই শুরু হয় ভোটাভুটি। ৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭২টিই হলো ম্যাজিক ফিগার। সংরক্ষিত আসন নিয়ে ইমরান খানের দল পিটিআই দখলেই ছিল ১৫৮টি আসন। ছোট দলগুলির সাহায্যে শেষ পর্যন্ত ১৭৬ ভোট ইমরানের পক্ষে গিয়েছে। বিরোধী প্রার্থী শাহবাজ শরিফ পেয়েছেন মাত্র ৯৬ ভোট।

যদি সবকিছু ঠিক-ঠাক থাকে তাহলে আজ (শনিবার) পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)-এর নেতা ইমরান খান।।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...