দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক যুগের বেশি সময় যার সঙ্গে সংসার করছেন আবার নতুন করে তারই বিয়ের প্রস্তাব পেয়েছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত!
অনলাইন সংবাদ মাধ্যম বলেছে, ১৪ বছর ধরে চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে সংসার করছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি সেই নেনের কাছ থেকেই আবার বিয়ের প্রস্তাব পেয়েছেন এই ‘আজা নাচলে’ তারকা। তাও আবার জনসমক্ষে রীতিমতো হাঁটু গেড়ে মাধুরীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন শ্রীরাম নেনে। ‘ঝলক দিখলা যা’ অনুষ্ঠানের সেটে সম্প্রতি এই কান্ড ঘটিয়েছেন নেনে। খবর বাংলাদেশ নিউজ২৪কমের।
এ প্রসঙ্গে মাধুরীর কাছের একটি সূত্রের বরাতে ‘হিন্দুস্তান টাইমস’ জানায়, নাচবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’র সাম্প্রতিক এক পর্বে হাজির হয়েছিলেন মাধুরীর পরিবারের সদস্যরা। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে সবার সামনে খুব একটা কথা বলেন না মাধুরীর স্বামী শ্রীরাম নেনে। তবে সেদিন অনুষ্ঠানের সেটে তাঁর নতুন এক রূপই দেখতে পেয়েছেন সবাই। বিষয়টি উপস্থিত সকলকেই হতবাক করে দেয়। এমনকি বিষয়টি মাধুরীকেও বেশ বিহ্বল করে দেয়।
নেনে খোলামেলা কথা বলেন মাধুরীকে প্রথম কীভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সে বিষয়েও । তিনি জানান, এক নৈশভোজে হাঁটু গেড়ে মাধুরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এটা জানানোর পরপরই সবাইকে অবাক করে দিয়ে মাধুরীর সামনে হাঁটু গেড়ে বসে ফের তাঁকে বিয়ের প্রস্তাব দেন নেনে। লজ্জায় লাল হয়ে মাধুরী বলেন, ‘আবারও!’ পরে নেনের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেন তিনি। সে সময় মাধুরী কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বলিউডের এই অভিনেত্রী নৃত্যপটীয়সী মাধুরী জানান, স্বামীর সামনে নাচতে তিনি নাকি লজ্জা পান! নেনের জন্য ‘পারিন্দা’ (১৯৮৯) ছবির ‘তুমসে মিলকে’ গানটি গেয়ে শোনান মাধুরী। গানটি গাওয়ার মাধ্যমে নেনের প্রতি তীব্র ভালোবাসাই প্রকাশ করেছেন ৪৬ বছর বয়সী এ তারকা অভিনেত্রী মাধুরী।
তবে ঘটনা যায়ই ঘটুক না কেনো অনেক দিন পর আবার মাধুরী দীক্ষিত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়াতে তার ভক্তরা খুশিই হয়েছেন। ভক্তরা সব সময়ই মাধুরীকে আনন্দঘন অবস্থায় দেখতে চান। ওই অনুষ্ঠানে ঠিক তেমনটিই ঘটেছে সেদিন। তথ্যসূত্র: ইন্টারনেট