দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘন কুয়াশার কারণে ভারতের দিল্লি-হরিয়ানা মহাসড়কের একটি ফ্লাইওভারে ৫০ গাড়ির সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। এই সময় অন্তত ৫০টি গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে।
ভারতের দিল্লি-হরিয়ানা মহাসড়কের একটি ফ্লাইওভারে প্রায় ৫০টি গাড়ির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়ে ৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।
গতকাল (সোমবার) সকালে ঘন কুয়াশার জন্য হরিয়ানায় ৫০টি গাড়ি একটি অপরটিকে ধাক্কা মারে। প্রথমে প্রাপ্ত খবর অনুসারে মৃতের সংখ্যা ছিল ৭ হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৮।
এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে দেশটির রোহতক-রেয়ারি-র হাই ওয়েতে। কুয়াশার জন্য দৃশ্যমানতা প্রায় শূন্য থাকার কারণে এই ঘটনা ঘটেছে। ওই ৫০টি গাড়ির মধ্যে বাচ্চাদের স্কুলের গাড়িও ছিল।
আহতদের দেখতে হাসপাতালে যান হরিয়ানার কৃষিমন্ত্রী ওম প্রকাশ। মৃতদের পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা দেন তিনি। মৃতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ১ লাখ টাকা দেওয়া হবে বলে তিনি ঘোষণা দিয়েছেন।