দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নির্বাচন কমিশন (ইসি) গতকাল অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৯টি আসনে আওয়ামী লীগ প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে। তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামীলীগ।
ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনের ফলাফল সংগ্রহ এবং পরিবেশন কেন্দ্র হতে এই তথ্য দিয়েছেন।তিনি জানিয়েছেন, নির্বাচনে নির্বাচিত হয়েছে জাতীয় পার্টি ২০টি আসনে, বিএনপি ৫টি আসনে, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, গণফোরাম ২টি আসন, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, তরিকত ফেডারেশন ১টি আসন, জাতীয় পার্টি-জেপি ১টি আসন এবং স্বতন্ত্র ৩টি আসনে জয়ী হয়েছেন।
২৯৯টি আসনে গতকাল (রবিবার) নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩টি কেন্দ্রে ফলাফল স্থগিত থাকায় ওইসব আসনে পুননির্বাচন হবে। অপরদিকে প্রার্থীর মৃত্যুজনিত কারণে গাইবান্ধা-৩ আসনে আগামী ২৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার এই নির্বাচনের মাধ্যমে রেকর্ড গড়লো আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে জয় ছিনিয়ে নিলো নৌকা। টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী ৫ বছর দেশ পরিচালনার দায়িত্বগ্রহণ করতে চলেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। এ জয় আওয়ামীলীগের হ্যাট্রিক বিজয়। শেখ হাসিনাও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করতে চলেছেন। বাংলাদেশের ইতিহাসে অংশগ্রহণমূলক নির্বাচনে কোনো দল এর আগে এতো বড় বিজয় আনতে পায়নি।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমে আজ (সোমবার) ভোরে (৪.১০ মিনিটে) নির্বাচনের ফলাফলের সরকারি ঘোষণা দেন। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় লাভ করেছে আওয়ামী লীগ।
উল্লেখ্য, গতকাল (রবিবার) কিছু বিচ্ছিন্ন সহিংস ঘটনা ছাড়া সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। ভোট চলার সময়ে অন্তত ৬৯ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। সংঘাতে প্রাণ গেছে অন্তত ১৯ ব্যক্তির। তবে নিহতের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।