দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুধু যে আমাদের দেশে ধর্মঘট হয় তা নয়, এবার শোনা গেলো আমেরিকার লস অ্যাঞ্জেলেসে শিক্ষকদের ধর্মঘটের কথা। সেখানে সড়কগুলোতে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা বিক্ষোভ মিছিল করেছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে শিক্ষকদের এই ধর্মঘট চলছে। এই ধর্মঘটে সরকারি স্কুলের শিক্ষকদের পাশাপাশি বেশ কিছু বেসরকারি স্কুলের শিক্ষকরাও যোগ দিয়েছেন।
মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠের সড়কগুলোতে হাজার হাজার শিক্ষক-শিক্ষিকা বিক্ষোভ মিছিল বের করে। এই সময় তারা বেতন বাড়ানো, ক্লাস ছোট করা ও স্টাফদের প্রতি আরও সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।
ক্যালিফোর্নিয়া শিক্ষক ইউনিয়নের তথ্য মতে, এই প্রথম কোনো অঙ্গরাজ্যের বেসরকারি স্কুলগুলো এই ধরনের আন্দোলনে যোগ দিলো।
গত শুক্রবার লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এবং ইউনাইটেড টিচার্স লস অ্যাঞ্জেলেস উভয়ের মধ্যে একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়। এরপর সোমবার হতে সেখানে শিক্ষকরা ধর্মঘট শুরু করেন। লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষকদের জন্য যেসব সুযোগ সুবিধা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, শিক্ষক সংগঠন তা ‘অপমান’ বলে প্রত্যাখ্যান করেছেন।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসের মেয়র এরিক গার্সেটি বিষয়টি সমাধানে জন্য মধ্যস্থতা করছেন।