The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

গাড়ির টায়ার ফেটে ফিরলো ভাগ্য!

ঝোঁকের মাথায় ২ ডলারের বিনিময়ে একটি টিকিট কিনে ফেলেন এই দম্পতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সত্যিই কখন কার ভাগ্যে কি আছে তা আগে থেকে কেওই বলতে পারে না। খুব সামান্য ঘটনার মধ্যদিয়ে ভাগ্যের চাকা ঘুরতে পারে। যেমনটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক দম্পতির। কীভাবে ভাগ্যের চাকা ঘুরলো তাদের?

গাড়ির টায়ার ফেটে ফিরলো ভাগ্য! 1

ভাগ্যে কি আছে তা আগে থেকে বলে দেওয়া যায় না। সত্যিই তাই কখন কার ভাগ্যে কি আছে তা আগে থেকে কেওই বলতে পারে না। খুব সামান্য ঘটনার মধ্যদিয়ে ভাগ্যের চাকা ঘুরতে পারে। যেমনটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির এক দম্পতির। কীভাবে ভাগ্যের চাকা ঘুরলো তাদের?

ঘটনাটি গত বছরের অর্থাৎ ২০১৮ সালের ২৭ অক্টোবরের ঘটনা। ওয়াশিংটন ডিসি হতে গাড়ি চালিয়ে ফিরছিলেন লং আইল্যান্ডের বাড়িতে রিচার্ড ও র‌্যান্ডি লাওফার দম্পতি। সেই সময় মেরিল্যান্ডের কাছে হঠাৎ করেই তাদের গাড়ির টায়ার ফেটে যায়। কোনো রকমে গাড়ি ঠেলে এলাকার একটি সার্ভিস সেন্টারে পৌঁছাতে সক্ষম হন তারা। দুজনেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। বিরক্তি কাটাতে একসময় স্রেফ ঝোঁকের বশেই একটা কাজ করে ফেলেন এই দম্পতি।

ওই সময় লটারির টিকিট বিক্রি হচ্ছিল ওই সার্ভিস সেন্টারেরই সামনে। ঝোঁকের মাথায় ২ ডলারের বিনিময়ে একটি টিকিট কিনে ফেলেন এই দম্পতি। গাড়ি সারানো হয়ে গেলে বাড়ি ফিরে আসেন তারা। টিকিটের কথাটাও তারপর বেমালুম ভুলে গিয়েছিলেন তারা।

গত ২ জানুয়ারি নিজের ব্যাগ ঘাঁটতে গিয়ে রিচার্ড লাওফারের চোখে পড়ে টিকিটটি। কৌতুহলবশত অনলাইনে নম্বর মেলাতে যান তিনি। কিন্তু নাম্বার মিলিয়ে তার চোখ ছানাবড়া হয়ে যায়!

গাড়ির টায়ার ফাটার পর ঝোঁকের মাথায় কেনা সেই লটারীর টিকিট হতে ৫০ হাজার ডলার জিতেছেন বলে জানতে পারেন রিচার্ড ও র‌্যান্ডি লাওফার দম্পতি! লটারির বিধি মেনে পুরো টাকা তারা পেয়েও গেছেন হাতে। পুরস্কারের কিছু টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করবেন বলে স্থির করেছেন এই দম্পতি। অবশিষ্ট টাকায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে লাওফার দম্পতির।

সত্যিই কখন কার ভাগ্য ফেরে তা কেও বলতে পারে না। সামান্য দুই ডলারের লটারি হতে এই দম্পতি রিচার্ড ও র‌্যান্ডি লাওফা ৫০ হাজার ডলার পুরস্কার জেতাটাও ভাগ্যের ব্যাপার। তাদের ভাগ্যে ছিলো বলেই এমন একটি পুরস্কার তারা জিতে নিলেন এই দম্পতি রিচার্ড ও র‌্যান্ডি লাওফা।

Loading...