দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি নিজেও কোনো দিন হয়তো চিন্তা করেননি। কিন্তু অজান্তেই আপনি প্রতিদিন কতো প্লাস্টিক খাচ্ছেন জানেন? শুনলে আপনিও ভরকে যাবেন!
পৃথিবী যতো আধুনিক হচ্ছে ততোই পাল্টে যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান। আধুনিকতার ছোঁয়ায় এখন প্রায় বাসাতেই মাইক্রোওভেনে খাবার গরম করা হয়ে থাকে। আমরা খাবার গরম করার জন্য ব্যবহার করে থাকি প্লাস্টিকের বাসন বা বক্স।
যে কারণে আমাদের অজান্তেই মারাত্মক ক্ষতি হচ্ছে শরীরের। এই কথা জানতে পারলে হয়তো আপনি মাইক্রোওভেনে কাচের বাসনের ব্যবহার আরও বাড়িয়ে দেবেন। তবে তাতেও তেমন ফলপ্রসু কাজ হবে বলে মনে হয়নি গবেষকদের।
যুক্তরাজ্যের একদল গবেষক জানিয়েছেন যে, ১৫ হতে ২০ মিনিটের একটি খাবারে ১০০টি ছোট ছোট প্লাস্টিক ‘পার্টিক্যাল’ থাকে। যা খাওয়ার সময় সোজা মানুষের পেটে চলে যায়। তাছাড়াও ঘরের চারপাশের ‘সফট ফার্নিশিং’ এবং ‘সিন্থেটিক ফাইবারে’ যে পলিমার থাকে, সেগুলো থেকেও ‘পার্টিক্যাল’ সৃষ্টি হয়।
গবেষকরা গবেষণার পর যা দেখেছেন তা সত্যিই ভয়ংকর একটি বিষয়। তারা আরও জানিয়েছেন, খাবারের সঙ্গে একজনের শরীরে বছরে প্রায় ৬৮ হাজার ৫০০ ধরনের বিপজ্জনক প্লাস্টিক ফাইবার প্রবেশ করে থাকে! পরিবেশে ঘুরে বেড়ানো ধূলিকণা হতে এগুলো আসতে পারে বলেও ধারণা করছেন গবেষকরা। এইসব প্লাস্টিক শরীরে গিয়ে মানব দেহের যে মারাত্মক ক্ষতিসাধন করতে পারে তাতে কোনো সন্দেহ নেই।