The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সংযুক্ত আরব আমিরাত এখন থেকে ১০ বছরের জন্য ভিসা দেবে

শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি বিভাগ আবেদন গ্রহণ করা শুরু করবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাত এখন থেকে ১০ বছরের জন্য ভিসা দেবে বলে ঘোষণা করেছে। যারা বিনিয়োগ করতে চায় ও মেধাবী কেবলমাত্র তাদেরই ওই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাত এখন থেকে ১০ বছরের জন্য ভিসা দেবে 1

গত বছর সংযুক্ত আরব আমিরাত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কথা ওঠেছিলো ১০ বছরের জন্য ভিসা দেওয়ার। ওই সময়ও বলা হয়েছিল, যারা বিনিয়োগ করতে চায় ও মেধাবী কেবলমাত্র তাদেরই ওই ক্যাটাগরিতে ভিসা দেওয়া হবে।

১১ মার্চ আমিরাতের মন্ত্রীসভায় সিদ্ধান্ত হয়েছে যে, উদ্যোক্তা, উদ্ভাবক এবং বিনিয়োগকারীদের জন্য ১০ বছরের জন্য প্রাথমিকভাবে ভিসা দেওয়া হবে।

সরকারিভাবে জানানো হয়, শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতের রেসিডেন্সি বিভাগ আবেদন গ্রহণ করা শুরু করবে। সংযুক্ত আরব আমিরাত বরাবরই মেধার মূল্যায়ন করে ও ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

গত বছরের নভেম্বরেই আমিরাত সিদ্ধান্ত নিয়েছিলো যে, সে দেশে দীর্ঘ মেয়াদে ভিসা দেওয়া হবে। মন্ত্রীসভায় সেই বিল পাস হয়ে যাওয়ার পর এই ধরনের ভিসা সুবিধা পেতে চলেছেন বিনিয়োগকারী হতে শুরু করে মেধাবীরাও।

Loading...