The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঝড়ের সময় প্রস্তুতি হিসেবে করণীয়

ঝড়ের কবলে পড়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মানুষ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ বছরে বৈশাখ শুরু হওয়ার আগেই প্রচুর ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। শুধু যে বৃষ্টি হচ্ছে তা নয়, ঝড়ো হওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতও ঘটছে। ঝড়ে বজ্রপাতে সারাদেশে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঝড়ের সময় ভুলেও যে কাজগুলো করা যাবে না।

ঝড়ের সময় প্রস্তুতি হিসেবে করণীয় 1

এ বছরে বৈশাখ শুরু হওয়ার আগেই প্রচুর ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। শুধু যে বৃষ্টি হচ্ছে তা নয়, ঝড়ো হওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতও ঘটছে। ঝড়ে বজ্রপাতে সারাদেশে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ঝড়ের সময় ভুলেও যে কাজগুলো করা যাবে না।

ঝড়ের কবলে পড়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন মানুষ। সে কারণে ঝড়ের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। তা না হলে প্রাণহানি কমানো সম্ভব হবে না। তবে ঝড়ের সময় অনেকেই ভয় পেয়ে যান। আর তখন বুঝতে পারেন না, কী করবেন আর কী করবেন না। ঝড়ের সময় ঘরে বা বাইরে যেখানেই থাকুন না কেনো নিরাপদে থাকতে হলে কিছু টিপস জানা দরকার। বিষয়গুলো জানা থাকলে আপনি হয়তো বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারেন।

আসুন জেনে নেই ঝড়-তুফানের সময় ভুলেও যেসব কাজ মোটেও করা যাবে না। আজ জেনে নিন সেই বিষয়গুলো:

# প্রথমত যেসব স্থানে ঝড়ের তীব্রতা কম অনুভূত হবে, সেখানেই আশ্রয় নিন।

# পুরনো বাড়ি কিংবা ঝুঁকিপূর্ণ দেওয়াল এড়িয়ে চলুন।

# ঝড়ের সময় গাড়ি চালানো হতে অবশ্যই বিরত থাকুন। নিরাপদ স্থান দেখে সেখানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন।

# ধুলোবালি বেশি হলেও নিরাপদ স্থানে চলে যেতে পারেন।

# ঝড়ের সময় ঘরের বাইরে থাকলে মজবুত কোনো ভবনের নিচে আশ্রয় নিন।

# ঝড়ের সময় নিরাপত্তার জন্য চশমা কিংবা মাস্ক পরতে পারেন।

# ঝড় শুরু হলে কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন।

# ঝড় শুরুর ভাব দেখলেই বাড়ির জানালা-দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন।

# বাড়ির সব প্রকার ইলেকট্রিক সংযোগ পুরোপুরি বন্ধ রাখুন।

# ঝড়ের সময় কোনো অবস্থাতেই মোবাইল ফোন চার্জ দেবেন না।

# ঝড়ের সময় জরুরি না হলে ঘরের বাইরে বের হবেন না।

# শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখুন।

# ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, পানি এবং ওষুধ রাখবেন।

# ঘরের প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে রাখুন।

# ঝড়ের সময় মোমবাতি বা ব্যাটারিচালিত কোনো আলো হাতের কাছে রাখুন।

Loading...