The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সকলেই স্তম্ভিত: গভীর সমুদ্রে ভাসছে ভূতুড়ে এক জাহাজ! [ভিডিও]

গভীর সমুদ্রে লেক সুপিরিয়রের কাছে সেখানে ভেসে বেড়াতে দেখা গেছে ওই ভূতুড়ে জাহাজটিকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সকলেই স্তম্ভিত হয়ে পড়েছেন। সত্যিই এমন দৃশ্য বোধহয় আগে কেও কখনও দেখেননি। গভীর সমুদ্রে ভাসছে ভূতুড়ে এক জাহাজ দেখে সবাই স্তম্ভিত হয়ে পড়েন!

সকলেই স্তম্ভিত: গভীর সমুদ্রে ভাসছে ভূতুড়ে এক জাহাজ! [ভিডিও] 1

সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গভীর সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এক ভূতুড়ে জাহাজ। গভীর সমুদ্রে লেক সুপিরিয়রের কাছে সেখানে ভেসে বেড়াতে দেখা গেছে ওই ভূতুড়ে জাহাজটিকে। জ্যাসন অ্যাসেলিন নামের এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে ইউটিউবে ছেড়ে দিয়েছেন। রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ওই ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, সাদা ঢেউয়ের উপরে ভেসে রয়েছে দুটি প্রকাণ্ড কাঠামো। জ্যাসনের দাবি হলো, এটি একটি ভৌতিক জাহাজ। কারণ হলো লেক সুপিরিয়র মূলত ‘জাহাজের কবরখানা’ নামে অধিক পরিচিত। এখানে প্রায় ৫৫০টি জাহাজের সলিল সমাধিও ঘটেছে। সবার আশঙ্কা হলো তাদের মধ্যে একটিই কি তাহলে ভেসে উঠেছে সমুদ্রের পানিতে?

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...