The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

প্রচণ্ড বৃষ্টি হতে সন্তানকে বাঁচাতে গরিলার কাণ্ড! [ভিডিও]

শেষ পর্যন্ত পথ দেখালো একজন। সাহস করে সন্তানকে বুকে জড়িয়ে দেওয়াল ঘেঁষে চলে গেলো একটি গরিলা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষ হোক বা প্রাণীই হোক। সব মায়েরাই যে সন্তানের প্রতি সমান যত্নবান তা প্রমাণ করে দিলো একটি ভিডিও ফুটেজ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে বুদ্ধি দিয়ে বৃষ্টি থেকে নিজের সন্তানকে বাঁচালো কয়েকটি গরিলা!

প্রচণ্ড বৃষ্টি হতে সন্তানকে বাঁচাতে গরিলার কাণ্ড! [ভিডিও] 1

মানুষ হোক বা প্রাণীই হোক। সব মায়েরাই যে সন্তানের প্রতি সমান যত্নবান তা প্রমাণ করে দিলো একটি ভিডিও ফুটেজ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে বুদ্ধি দিয়ে বৃষ্টি থেকে নিজের সন্তানকে বাঁচালো কয়েকটি গরিলা!

গরিলার এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর একটি ছাউনির নিচে বসে রয়েছে ৪টি গরিলা। তার মধ্যে তিনজনের কোলেই ছিল বাচ্চা গরিলা। তবে মাথার উপর ছাদ থাকলে কী হবে, বৃষ্টির পানির ঝাপটা তো গায়ে লাগছেই তাদের। তবে সন্তানদেরও তো কোনো মতেই ভিজতে দেওয়া যাবে না। তাহলে কী উপায়? কয়েকবার চেষ্টা করেছে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কিন্তু যেতে পারছে না তারা। বাধ্য হয়ে ফের ছাউনির নিচেই ফিরে আসছে তারা।

শেষ পর্যন্ত পথ দেখালো একজন। সাহস করে সন্তানকে বুকে জড়িয়ে দেওয়াল ঘেঁষে চলে গেলো একটি গরিলা। এরপর একে একে বাকি দুটি গরিলাও তাদের সন্তানকে নিয়ে প্রথম জনের পিছু পিছু চলে গেলো। গোটা বিষয়টি বসে বসে দেখলো ওই ৩টি গরিলার সঙ্গে থাকা পুরুষ গরিলাটি। সবাই নিরাপদে সরে যাওয়ার পর সেও তাদের পিছু নিলো। ঠিক যেনো গৃহকর্তার মতো ভাব। সকলে যখন নিরাপদে ঘরে ঢুকে গেলো তারপর সে নিজে ভিতরে গেলো।

জানা যায়, এই ভিডিওটি কলোম্বিয়ার রিভার ব্যাংকস জু অ্যান্ড গার্ডেনের। ভিডিওতে প্রথমে যে গরিলাটিকে বুদ্ধি করে যেতে দেখা যাচ্ছে তার নাম আকাসিয়া। পরের জনের নাম হলো মেসি। তার সঙ্গে ছোট্ট মো। পরের নারী গরিলার নাম হলো কাজি। তার কোলের বাচ্চাটির নাম জাকোটা। শেষের যে পুরুষ গরিলা সরে ভিতরের দিকে চলে যায় তার নাম হলো সিনজো।

ভিডিওটি প্রথম এক ব্যক্তি নেটদুনিয়ায় শেয়ার করেন। তারপর ফেসবুকে চিড়িয়াখানার অফিসিয়াল পেজেও ভিডিওটি শেয়ার করা হয়। বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়তে থাকে ভিডিওটি। বর্তমানে ওই ভিডিওটি প্রায় কোটি কোটি ভিউ এবং লাইক হয়ে গেছে।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...