The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কাশ্মীরে গণভোটের আহ্বান জানিয়েছে ওআইসি

ভারত সরকার বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে যে দাবি করে আসছিল ওআইসির বিবৃতি সেই দাবি অস্বীকার করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থন জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। এক বিবৃতিতে ওআইসি জানিয়েছে, এই মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তবে সম্প্রতি ভারতের নরেন্দ্র মোদি সরকার সেটি বাতিল করেছে।

কাশ্মীরে গণভোটের আহ্বান জানিয়েছে ওআইসি 1

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত সরকার বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে যে দাবি করে আসছিল ওআইসির বিবৃতি সেই দাবি অস্বীকার করলো।

বিবৃতিতে বলা হয়, মহাসচিবের কার্যালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি নতুন করে সমর্থন ব্যক্ত করেছে ও কাশ্মীর সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। সেইসঙ্গে ওআইসি কাশ্মীরের জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেছে।

ওআইসির বিবৃতিতে একইসঙ্গে কাশ্মীরে ভারত সরকার যে কারফিউ জারি করেছে তা দ্রুত প্রত্যাহার করারও আহ্বান জানানো হয়েছে। অপরদিকে কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ শুরু হওয়া প্রয়োজন বলেও আইসি মন্তব্য করেছে তাদের বিবৃতিতে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...