দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছর আমাদের জন্য নিয়ে আসে নতুন বার্তা, প্রতিবারের মতো এবারও নানা ঘটনা প্রবাহ এবং অর্জন-বিসর্জনের মধ্য দিয়ে আরেকটি বছর পার করে সারা বিশ্ব আজ নতুন বছর ২০২০ তে পদার্পণ করলো। শুভ নববর্ষ।
কবির ভাষায় যেভাবে উঠে আসে নতুন বছরের বার্তাঃ
নব বর্ষের নতুন সূর্য আবার উঠিল ভূমে,
পুরান বছর হারিয়ে গেল মহাকাল মহাধুমে ।
সময় চাকার নাহিকো বিরাম আবিরাম চলে ছুটে,
মানব জীবন কুঁড়ে কুঁড়ে খায় কালের ধরালো ঠোটে ।
হতাশ মানব বিরস মনে আশার স্বপন বুনে,
নতুন বছর দ্রুত ফুরিয়ে বিদায়ের দিন গোনে ।
পুরানো সকল বেদনা সুখের স্মৃতির ফলক রেখে,
নতুন বছর যাত্রা করে সুখের স্বপন দেখে ।
পুরনো বছর যার যেভাবেই কাটুক নতুন বছর ২০২০ সাল সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ এবং সাফল্য গাঁথা।