The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

স্টার্ট-আপ জব ফেয়ারে দি ঢাকা টাইমস্-এর ব্যাপক সাড়া

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গত শুক্রবার ধানমণ্ডিস্থ ইএমকে সেন্টারে LaunchPad Bangladesh আয়োজিত স্টার্ট-আপ জব ফেয়ার তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপণা সৃষ্টি করেছে। এই মেলায় অংশগ্রহণকারী দি ঢাকা টাইমস্’র ব্যাপক সাড়া পড়েছে।


The Start-Up Job Fair

যারা কোনো কারণে এই জব ফেয়ারে অংশ নিতে পারেননি তারা এই লিংকে ক্লিক করে দি ঢাকা টাইমস্ এ পুনরায় আবেদন করতে পারেন: DhakaTimes.com.bd/jobs

স্টার্ট-আপ নিয়ে যারা কাজ করেন এবং কাজ করতে ইচ্ছুক তাদের মূলত তাদের অংশগ্রহণে ২২ আগস্ট ইএমকে সেন্টারে LaunchPad Bangladesh আয়োজন করে LaunchPad 360। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় স্টার্ট-আপ জব ফেয়ার ও নেটওয়ার্কিং সেশনে আগ্রহীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা আসতে থাকেন এই মেলায়। পড়া-লেখার মধ্যে যারা কাজে আগ্রহী বিশেষ করে দি ঢাকা টাইমস্-এর ‘সুলেখক আবশ্যক’ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। বহু শিক্ষার্থীরা তাদের বায়োডাটা সাবটিমট করেন এবং প্রতিটি স্টলে গিয়ে বিভিন্নভাবে জানার ও বোঝার চেষ্টা করেন।

The Start-Up Job Fair-2
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোম্পানি কোডমেট লিমিটেড-এর সিইও এম. মুরশেদ হায়দার

দেশের ৪টি বিভাগ থেকে ১৫টি স্টার্ট-আপ এই জব ফেয়ার এ আসে। তাদের চাহিদামত লোকবল নিয়োগ করতে আর ঢাকার প্রায় ১১টি ইউনিভার্সিটিতে অধ্যায়নরত বা সদ্য পাশ করে বের হয়েছেন এমন মানুষজন আসেন স্টার্ট-আপ এ কাজ করে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে। পাশাপাশি যারা মনে করেন, এইসব ছোট ছোট ব্যবসায়ের উদ্যোগগুলি একসময় হয়ে উঠবে দেশকে বদলে দেয়ার হাতিয়ার। আবার অনেকে কোন না কোন সুনামধন্য বহুজাতিক কোম্পানিতে কাজ করেও এসেছেন এই জব ফেয়ার এ স্টার্ট-আপ এর সাথে ইকুইটি শেয়ার এর ভিত্তিতে কাজ করতে।

The Start-Up Job Fair-3
দি ঢাকা টাইমস্-এর প্রধান সম্পাদক ও এ. আর. কমিউনিকেশনস্ এর সিইও আসিফ রহমান

সকাল ১১টা থেকে শুরু হয়ে এই জব ফেয়ার চলে বিকেল ৩টা পর্যন্ত। শুধু লোকবল নিয়োগ দিলেই যে একটি স্টার্ট-আপ অনেক দূর এগিয়ে গেলো তা কিন্তু নয়। নিয়োগ-এর উদ্দেশ্য সফল করতে নিশ্চিত করতে হয় তাদের যথাযথ ব্যবহার। আর কিভাবে এই কাজটি সহজে করা যায় সেই বিষয়টি নিয়ে ৩টায় আগতদের মধ্যে আলোকপাত করেন বাংলাদেশ এর সুপ্রতিষ্ঠিত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোম্পানি কোডমেট লিমিটেড-এর সিইও এম. মুরশেদ হায়দার।

The Start-Up Job Fair-6

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দ্যা আমেরিকান সেন্টার-এর কালচারাল অ্যাফেয়ারস অফিসার ক্যালভিন এল. হেইস, টিনডার ক্যাপিটাল বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর জেরি নিকলসন, এনোভেসন এর সিইও নাজমুল আহমেদ, দি ঢাকা টাইমস্-এর প্রধান সম্পাদক ও এ. আর. কমিউনিকেশনস্ এর সিইও আসিফ রহমান। স্টার্ট-আপ কনসালটেন্টদের উপস্থিতিতে শুরু হওয়া নেটওয়ার্কিং সেশন চলে বিকেল ৬টা পর্যন্ত।

যারা কোনো কারণে এই জব ফেয়ারে অংশ নিতে পারেননি তারা এই লিংকে ক্লিক করে দি ঢাকা টাইমস্ এ পুনরায় আবেদন করতে পারেন: DhakaTimes.com.bd/jobs

The Start-Up Job Fair-4

বাংলাদেশে উদ্যোক্তা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে “দ্যা প্রেনারস” তাদের LaunchPad Bangladesh প্রজেক্টটি শুরু করে। উদ্যোগতা ও তাদের উদ্যোগকে সহায়তা প্রদান করতে তারা এই ধরনের আরও ইভেন্ট আয়োজন করবে বলে জানিয়েছেন। মেলাসহ এই অনুষ্ঠানটি বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপণার সৃষ্টি করেছে।
The Start-Up Job Fair-5

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali