The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কাশ্মীরি প্রেমিকা হয়ে ভালোবাসা দিবসে

গল্পটা নিটোল প্রেমের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেতা মনোজ কুমার প্রামাণিক এবার প্রেম করছেন কাশ্মীরি এক মেয়ের সঙ্গে। সেই প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি। তার প্রেমিকা হলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি ‘কাশ্মীরি প্রেমিকা’ নামের একটি রোমান্টিক গল্পের নাটকে প্রেমযুগল হিসেবে দেখা যাবে এই তারকাদের। লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে ‘কাশ্মীরি প্রেমিকা’ নামে নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ।

কাশ্মীরি প্রেমিকা হয়ে ভালোবাসা দিবসে 1

অভিনেতা মনোজ কুমার প্রামাণিক এবার প্রেম করছেন কাশ্মীরি এক মেয়ের সঙ্গে। সেই প্রেমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি। তার প্রেমিকা হলেন অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি ‘কাশ্মীরি প্রেমিকা’ নামের একটি রোমান্টিক গল্পের নাটকে প্রেমযুগল হিসেবে দেখা যাবে এই তারকাদের। লেখক ও সাংবাদিক মাহতাব হোসেনের গল্পে ‘কাশ্মীরি প্রেমিকা’ নামে নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ।

‘কাশ্মীরি প্রেমিকা’ নাটকটি সম্পর্কে কাজী সাইফ বলেন, ‘গল্পটা নিটোল প্রেমের গল্প। তবে প্রেমটা এখানে উপস্থাপন করা হয়েছে ব্যতিক্রমী এক ভাবনায়। গল্পের মধ্যে কাশ্মীর বিষয়টা রয়েছে। যদিও শুটিংটা আমরা ঢাকাতেই করছি। এখন এর বেশি কিছু বলা যাবে না।’

পরিচালক জানিয়েছেন, গত ৩ জানুয়ারি তারিখ হতে উত্তরার বিভিন্ন স্পটে শুটিং হয়েছে নাটকটির। আগামী মাসে ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে এই ‘কাশ্মীরি প্রেমিকা’ নাটকটি প্রচার করা হবে।

এই নাটক ‘কাশ্মীরি প্রেমিকা’ সম্পর্কে অভিনেতা মনোজ বলেছেন, ‘নামে ও গল্পে রোমান্টিকতায় ভরপুর একটি নাটক। তবে বেশ নতুন ভাবনার একটি গল্প বলা যায়। ভালোবাসার চমৎকার কিছু দিক ফুটে উঠবে এই নাটকের মাধ্যমে। দর্শকের পছন্দ হবে এটি জোর দিয়েই বলা যায়।’

এই নাটক সম্পর্কে অভিনেত্রী ফারিয়া শাহরিন বলেছেন, ‘আমি কাশ্মীরি মেয়ের চরিত্রে অভিনয় করছি। এটি একটি নতুন চরিত্র অবশ্যই। তবে কাজ করে আনন্দ পেয়েছি। প্রেমের সুন্দর উপস্থাপন ছিলো মাহতাব হোসেনের এই প্রেমের গল্পে। পরিচালকের নির্দেশনায় চেষ্টা করেছি গল্পটি আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...