দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলচ্চিত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। এ বছর অস্কারের ৯২তম আসরে মনোনীত সিনেমা ও কলাকুশলীদের নাম ঘোষণা করা হয় ১৩ জানুয়ারি।
সেরা সিনেমা, সেরা নির্মাতা, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করবে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (অস্কার)। প্রতিটি বিভাগে সংশ্লিষ্টদের ভোটে মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে।
জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে জমকালো এক আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এ নজরে দেখে নেওয়া যাক ৯২তম অস্কারের মনোনয়ন তালিকা:
সেরা চলচ্চিত্র
ফোর্ড ভার্সাস ফেরারি, দি আইরিশম্যান, জোজো র্যাবিট, লিটল উইমেন, জোকার, ম্যারিজ স্টোরি, নাইনটিন সেভেনটিন, প্যারাসাইট, ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড।
সেরা অভিনেতা
অ্যান্টোনিও ব্যান্ডেরাস (পেইন অ্যান্ড গ্লোরি), লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড), ওয়াকিন ফিনিক্স (জোকার), অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি), জনাথন প্রাইস (দ্য টু পোপস)।
সেরা অভিনেত্রী
সিনথিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি), সার্শা রোনান (লিটল উইমেন), রেনে জেলওয়েগার (জুডি), শার্লিজ থেরন (বম্বশেল)।
সেরা পরিচালক
মার্টিন স্করসেসি (দি আইরিশম্যান), টড ফিলিপস (জোকার), স্যাম মেন্ডেস (নাইনটিন সেভেন্টিন), বঙ জুন-হো (প্যারাসাইট), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড)।
সেরা পার্শ্ব-অভিনেতা
টম হ্যাঙ্কস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবারহুড), অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস), আল পাচিনো (দি আইরিশম্যান), ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড), জো পেসি (দি আইরিশম্যান)।
সেরা পার্শ্ব-অভিনেত্রী
ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল), লরা ডার্ন (ম্যারিজ স্টোরি), স্কারলেট জোহানসন (জোজো র্যাবিট), মার্গট রবি (বম্বশেল), ফ্লোরেন্স পিউ (লিটল ওমেন)।
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)
দি আইরিশম্যান (স্টিভেন জেইলিন), জোজো র্যাবিট (তাইকা ওয়াইটিটি), জোকার (টড ফিলিপন ও স্কট সিলভার), দ্য টু পোপস (অ্যান্থনি ম্যাককার্টেন), লিটল উইমেন (গ্রেটা গারউইগ)।
সেরা চিত্রনাট্য (মৌলিক)
নাইভস আউট (রায়ান জনসন), ম্যারিজ স্টোরি (নোয়া বাউমব্যাক), ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড (কোয়েন্টিন টারান্টিনো), নাইনটিন সেভেন্টিন (স্যাম মেন্ডেস, ক্রিস্টি উইলসন-কেয়ার্নস), প্যারাসাইট (বঙ জুন-হো, হান জিন ওয়ান)।
সেরা অ্যানিমেটেড সিনেমা
হাউ টু ট্রেইন ইউর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড, আই লস্ট মাই বডি, ক্লাউস, টয় স্টোরি ফোর, মিসিং লিংক।
সেরা চিত্রগ্রহণ
দি আইরিশম্যান, জোকার, দ্য লাইটহাউস, ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড, নাইনটিন সেভেন্টিন।
সেরা পোশাক পরিকল্পনা
দি আইরিশম্যান, জোজো র্যাবিট, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড, লিটল উইমেন।
সেরা প্রামাণ্যচিত্র
আমেরিকান ফ্যাক্টরি, দ্য কেভ, দ্য এজ অব ডেমোক্রেসি, হানিল্যান্ড, ফর সামা।
সেরা সম্পাদনা
ফোর্ড ভার্সাস ফেরারি, দি আইরিশম্যান, জোকার, জোজো র্যাবিট, প্যারাসাইট।
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
করপাস ক্রিস্টি (পোল্যান্ড), লে মিজেরাবেলস (ফ্রান্স), হানিল্যান্ড (উত্তর মেসিডোনিয়া), পেইন অ্যান্ড গ্লোরি (স্পেন), প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)।
রূপ ও চুলসজ্জা
বম্বশেল, জোকার, জুডি, নাইনটিন সেভেন্টিন, ম্যালেফিসেন্ট: মিস্ট্রেস অব ইভিল।
মৌলিক সুর
জোকার (হিলদুর গুনাডট্টির), লিটল উইমেন (আলেকজান্ডার দেসপ্লাঁ), ম্যারিজ স্টোরি (র্যান্ডি নিউম্যান), স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার (জন উইলিয়ামস), নাইনটিন সেভেন্টিন (থমাস নিউম্যান), ।
সেরা মৌলিক গান
আই কান্ট লেট ইউ থ্রো ইউরসেলফ অ্যাওয়ে (টয় স্টোরি ফোর, র্যান্ডি নিউম্যান), আই’ম স্ট্যান্ডিং উইথ ইউ (ব্রেকথ্রো, ডায়েন ওয়ারেন), আই’ম গনা লাভ মি অ্যাগেইন (রকেটম্যান, এলটন জন ও বার্নি টাউপিন), ইন্টু দ্য আননৌন (ফ্রোজেন টু, ক্রিস্টেন অ্যান্ডারসন-লোপেজ ও রবার্ট লোপেজ), স্ট্যান্ড আপ (হ্যারিয়েট, জশুয়া ব্রায়ান ক্যাম্পবেল ও সিনথিয়া এরিভো)।
সেরা শিল্প নির্দেশনা
দি আইরিশম্যান, জোজো র্যাবিট, নাইনটিন সেভেন্টিন, প্যারাসাইট, ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড।
সেরা শব্দ সম্পাদনা
ফোর্ড ভার্সাস ফেরারি, জোকার, নাইনটিন সেভেন্টিন, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড।
সেরা শব্দমিশ্রণ
অ্যাড অ্যাস্ট্রা, ফোর্ড ভার্সাস ফেরারি, জোকার, ওয়ান্স আপন অ্যা টাইম ইন…হলিউড, নাইনটিন সেভেন্টিন।
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যাভেঞ্জার্স: এন্ডগেম, দি আইরিশম্যান, দ্য লায়ন কিং, স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার, নাইনটিন সেভেন্টিন।
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা
চেরা (ডটার), হেয়ার লাভ, কিটবুল, সিস্টার, মেমোরেবল।
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
ইন দ্য অ্যাবসেন্স, লার্নিং টু স্কেটবোর্ড ইন অ্যা ওয়ারজোন (ইফ ইউ আর অ্যা গার্ল), লাইফ ওভারটেকস মি, ওয়াক রান চা-চা, সেন্ট লুইস সুপারম্যান।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
ব্রাদারহুড, নেফটা ফুটবল ক্লাব, অ্যা সিস্টার, দ্য নেইবারস’ উইন্ডো, সারিয়া।