দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ৮ হতে ১৫ মিনিটের মধ্যেই করোনা ভাইরাস নির্ণয়ের উপায় বের করেছেন চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের উসি’তে অবস্থিত একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত বিশেষজ্ঞরা।
মাত্র ৮ হতে ১৫ মিনিটের মধ্যেই করোনা ভাইরাস নির্ণয়ের উপায় বের করেছেন চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের উসি’তে অবস্থিত একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত বিশেষজ্ঞরা।
এই বিষয়টি নিশ্চিত করে খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। খবরে বলা হয়েছে, তারা চীনের ন্যাশনাল ইন্সটিটিউট ফর ভাইরাল ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সঙ্গে যৌথ ভাবে এই লক্ষ্যে কাজ করে এবং মাত্র ১০দিনের মধ্যে এটি বের করতে সক্ষম হয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া আরও জানিয়েছেন, ৮ হতে ১৫ মিনিটের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজনীয় সরঞ্জামসহ বাক্স কিংবা কিটের গণ-উৎপাদনও শুরু হয়েছে চীচে। বর্তমানে প্রতিদিন ৪ হাজার বাক্স উৎপাদন করা হচ্ছে বলে জানানো হয়। তবে উসির নগর কর্তৃপক্ষ উৎপাদন মাত্রা আরও বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।
ভাইরাস পরীক্ষার সরঞ্জামসহ বাক্স বা কিটের প্রথম চালানটি হুবাই প্রদেশের উহানে ব্যবহার করা হচ্ছে। উহান হতেই করোনা ভাইরাসের উৎপত্তি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।