The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঈশ্বরদীতে আন্তঃনগর ট্রেনের আসনসংখ্যা কমানোর প্রতিবাদে মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি ॥ ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের আসনসংখ্যা অর্ধেকে কমিয়ে আনার প্রতিবাদে এবং আসনসংখ্যা বাড়ানোর দাবিতে রেল স্টেশনের ২নং প্লাটফরমে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Ishurdi

মানববন্ধন ও পথসভা শেষে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের মাধ্যমে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের নিকট স্মরকলিপি প্রদান করা হয়।

শিশু সংগঠন খেলাঘর ঈশ্বরদী শাখার সভাপতি এনামুল ইসলাম জিন্নার সভাপতিত্বে ও আতাউর রহমান বাবলুর সঞ্চালনায় মানববন্ধন শেষে পথসভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসানুজ্জামান, কলামিস্ট সাইদুল ইসলাম, শবনম সাথী, প্রভাষক জাকিরুল মওলা সুমন, মোহাম্মদ তুফান ও আফরিন সুলতানা অন্তু প্রমুখ।

বক্তারা বলেন, প্রাচীনতম ঈশ্বরদী জংশন স্টেশনের গুরুত্ব ধীরে ধীরে কমে যাচ্ছে। স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের আসনসংখ্যা অর্ধেকে কমিয়ে আনা হয়েছে। ঈশ্বরদী থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকে। আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...