দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইনডিপেনডেন্ট টেলিভিশনের একজন সাংবাদিক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
ফাইল ফটো
এদিকে এই ঘটনার পর ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ ৪৭ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে।
টেলিভিশনের প্রধান নির্বাহী এম শামসুর রহমান শুক্রবার ফেইসবুকে এক ভিডিও বার্তায় বলেন যে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের একজন সহকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত।”
তিনি জানিয়েছেন, গত ২৬ মার্চ উপসর্গ দেখা দেওয়ার পর ওই সাংবাদিক ‘সেলফ আইসোলেশনে’ চলে যান। দুদিন পূর্বে তিনি আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন।
“তার স্যাম্পল নিলে রেজাল্ট আসে, যেটি দুর্ভাগ্যজনকভাবে পজেটিভ ছিল।”
শাসমুর রহমান আরও জানান, তারা বিষয়টি নিয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগও রাখছেন। আক্রান্ত ওই সাংবাদিকের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৭ জন সহকর্মীর তালিকা করে তাদের সবাইকে ‘সেলফ আইসোলেশনে’ থাকতে বলা হয়েছে।
“২৬ তারিখ হতে হিসাব করে আর ৫ দিনের মধ্যে যদি আমাদের কোনো সহকর্মীর মধ্যে লক্ষণ দেখা না যায়, তার অর্থই হলো আর কোনো সংক্রমণ হয়নি।”
উল্লেখ্য, প্রাণঘাতি করোনা ভাইরাসে বাংলাদেশে এ পর্যন্ত ৬১ জন্য আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ জনের।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।