দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা মোকাবেলায় অনুকরণীয় হয়ে উঠতে পারে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। দেশটিতে কম সময়ের মধ্যে প্রত্যেকের করোনা পরীক্ষা অব্যাহত রয়েছে। আর পরীক্ষা করতে খরচ পড়ছে মাত্র এক ডলার।
ইতিপূর্বেও দেশটি মরণব্যাধি এবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। আরেক ব্যাধি এইডস তো রয়েছেই। ইতিমধ্যে দেশটি করোনা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের সঙ্কটই কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে। বর্তমানে দেশটিতে নেই কোনো করোনা কিটের সঙ্কট। দেড়কোটি জনসংখ্যার দেশটিতে ভেন্টিলেটর রয়েছে মাত্র ৫০টি। দেশটির প্রকৌশলীরা থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে সহজ ওএবং সস্তায় ভেন্টিলেটর মেশিন তৈরি করছে। তাছাড়া সেনেগালের তৈরি কিটও রয়েছে ২২৪ মিলিয়ন।
দেশটির গবেষকরা বলেছেন, করোনা পরীক্ষা নির্ণয় আরও দ্রুত এবং সহজে করতে আমরা নানা ধরনের ডিভাইস ব্যবহার করছি। তারা বলছেন যে, এই ভাইরাসটির পরীক্ষা কঠিন কিছু নয়। অনেকটা প্রেগন্যান্সি টেস্টের মতোই। আমাদের তৈরি কিটসগুলো সকল আফ্রিকান দেশেও ব্যবহৃত হচ্ছে।
এই বিষয়ে চিকিৎসকরা বলেছেন, এটি একটি অতি সাধারণ পরীক্ষা। এটির পরীক্ষা সবখানেই করা যায়। এরজন্য আহামরি ল্যাবরেটরিরও কোনো প্রয়োজন নেই। কারও করোনার লক্ষণ না থাকলেও স্বাস্থ্যকেন্দ্রে এসে পরীক্ষা করে যাচ্ছে অনায়াসে। পরীক্ষার পর কেও আক্রান্ত হলে তাদের আইসোলেশনে রাখা সম্ভব হচ্ছে।
আফ্রিকার দেশগুলোর মধ্যে করোনায় আরোগ্য লাভে শীর্ষে রয়েছে সিনেগাল। যা সমস্ত বিশ্বের হিসেবে রয়েছে তৃতীয় তম স্থানে। করোনা সংক্রমণ ও মহামারি ঠেকাতে দেশটির এমন অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নিঃসন্দেহে শিক্ষনীয় বিষয়।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে দেখা যায়, সেনেগালে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৭৩৬ জন, সুস্থ হয়েছেন ২৮৪ জন, মারা গেছেন মাত্র ৯ জন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।