দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এবার বিশ্ব বাজারে স্মার্ট চশমা আনতে চলেছে। স্মার্টফোন ও কম্পিউটারের চেয়েও অ্যাডভান্স অনেক বিস্ময় ও রহস্য যুক্ত থাকবে সেই চশমাতে!
দীর্ঘদিনের গবেষণা অনুযায়ী এ বছরের শেষের দিকে কিংবা ২০২১ সালের শুরুতে রিলিজ হতে পারে এই সুপার ডিজিটাল ডিভাইসটি।
ডিভাইসটি বাজারে আসার পূর্বেই এটি নিয়ে নানা রকম তথ্য দেখা যাচ্ছে। অনেকেই অ্যাপলের চশমা নিয়ে বিভিন্ন তথ্য জানাচ্ছেন, দাবি করা হচ্ছে যে বিভিন্ন রকম ফিচারের কথা, যা যুক্ত থাকবে অ্যাপলের ওই স্মার্ট চশমাতে।
‘ফ্রন্ট পেজ টেক’ নামে একটি ইউটিউব চ্যানেলে এই স্মার্ট চশমার ডিজাইন, রহস্যময় অনেক ফিচার, নামকরণ, মূল্য এবং বাজারের আসার তারিখ নিয়ে কিছু এক্সক্লুসিভ তথ্যও ফাঁস করে দিয়েছে।
ওই ইউটিউবারের দেওয়া তথ্য এবং বিভিন্ন পোর্টালের প্রতিবেদন বলছে যে, প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের চশমায় iPad Pro এর মতোই AR সেন্সর থাকবে ভার্চুয়াল রিয়েলিটির জন্য এবং প্রজেক্টর থাকবে চশমার পিছনের কন্টেন্ট দেখার জন্য। এর ডাটা প্রসেস হবে আইফোনে, ওয়ারলেস চার্জিং এবং Starboard UI-ও থাকবে এতে।
আরও বলা হচ্ছে যে, এই চশমায় ক্যামেরা, মাইক্রোফোনস, হেডসেটস এমনকী তুলনামূলক অনেক অ্যাডভান্স শক্তিশালী সেন্সর থাকবে এই স্মার্ট চশমায়। আইফোনের সঙ্গে কানেক্টেড হতে অ্যাপলের এই ডিভাইস তথ্য সংগ্রহ করতে পারবে। যাতে করে গুগল গ্লাসের আদলে ইন্টারনেট ব্রাউজিং, অডিও-ভিডিও কলিং, ছবি তোলা এমন কি ভিডিও করা, ম্যাপ দেখা, ফেস এবং লোকেশন রিকগনাইজ করাসহ অনেক সুবিধাই থাকবে। এই স্মার্ট চশমার মূল্য শুরু হতে পারে ৪৯৯ ইউএস ডলার হতে।
মনে করা হচ্ছে যে, প্রযুক্তি জগতে সবচেয়ে রহস্যময় পণ্য হিসেবে আলোচনায় থাকা গুগল গ্লাসকেও পেছনে ফেলে দেবে এই সঅ্যাপল স্মার্ট গ্লাস। যা আগামী দিনের স্মার্টফোনের ধারণাকেই যেনো বদলে দিবে। যদিও ২০১৩ সালে প্রথম এই ধরনের স্মার্ট গ্লাস এনে সমালোচনার মুখে পড়েছিলো গুগল। সেই গ্লাসের সাহায্যে অনুমতি ছাড়া ও ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট জ্ঞান না থাকায় ছবি তোলা বা রেকর্ডিং করার অভিযোগও ওঠে। তাতে টনক নড়েছিলো গুগল কর্তৃপক্ষের। পরে তা বিক্রি বন্ধ করে দিয়েছিলো গুগল কর্তৃপক্ষ।
তারপর কিছু সংস্কার নিয়ে আসা হয় গুগল চশমাতে। গুগলের সেই চশমার সাহায্যে ছবি তোলা, ভিডিওচিত্র ধারণ, অডিও ধারণ করার জন্য রয়েছে বিশেষ এক প্রযুক্তি। ইন্টারনেট ব্রাউজ করা এবং মানুষের সঙ্গে যোগাযোগ করা, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ নানা অ্যাপ্লিকেশনও ব্যবহার। কণ্ঠস্বর ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তিও রয়েছে এটিতে। অনেকেরই ধারণা যে, গুগলের এই প্রযুক্তিকে ছাড়িয়ে যাবে অ্যাপলের এই স্মার্ট চশমা!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।