দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপ। এটি উদ্বোধনের পর হতে ডাউনলোডের হিড়িক লেগেছে।
বৃহস্পতিবার এই ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি উন্মুক্ত করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিকে ৪ জুন গুগল প্লে স্টোরে প্রকাশ করার মাত্র দুই দিনেই ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপের ডাউনলোড এক লাখ ছাড়িয়ে গেছে।
৬.১ মেগাবাইট সাইজের অ্যাপটি বর্তমানে ১.০.১১ ভার্সনে পাওয়া যাচ্ছে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া অ্যাপটির আপডেট ভার্সন খুব শীঘ্রই পাওয়া যাবে বলেও জানা গেছে।
জানা গেছে, এ পর্যন্ত ৯৫১ জন্য ব্যবহারকারি অ্যাপটি সম্পর্কে গুগল প্লে স্টোর এ রিভিউ দিয়েছেন। ব্যবহার বিবেচনায় এই অ্যাপটির রেটিং ৩.৮।
তথ্যপ্রযুক্তি বিভাগ বলছে যে, করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ব্লুটুথ ও জিপিএসের মাধ্যমে ব্যবহারকারীর বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে অ্যাপসটি জানিয়ে দেবে যে, তিনি করোনা আক্রান্ত কারও কাছাকাছি ছিলেন কিনা। এর পাশাপাশি ব্যবহারকারীরা পাবেন বিভিন্ন পরামর্শও।
এই অ্যাপস তৈরিতে কাজ করেছে আইসিটি বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, এটুআই, মোবাইল গেইম অ্যাপ্লিকেশনস্ প্রকল্প ও অনলাইন প্ল্যাটফর্ম – সহজ।
করোনা মহামারির বিস্তার রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপটি অন্যতম কার্যকর একটি সমাধানও হতে পারে। দেশের সকল নাগরিকদের নিজেদের সুরক্ষিত রাখতে করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্যবহার করে কোভিড-১৯ মহামারির বিস্তার রোধে সকলকেই এগিয়ে আসার আহবান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নির্ধারিত সময়ের মধ্যেই যেকোনো অ্যাপ ব্যবহারকারি কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হলে তার কাছাকাছি আসা অন্য অ্যাপ ব্যবহারকারিদের স্বয়ংক্রয়িভাবেই সম্ভাব্য ঝুঁকি ও করণীয় সম্পর্কে জানানো হবে বলে জানা যায়।
অ্যাপটি ডাউনলোড করতে হলে এই লিংকে ক্লিক করুন
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।