দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার নতুন এক গবেষণায় প্রাণঘাতি করোনা ভাইরাস নিয়ে এক ভয়ংকর তথ্য বেরিয়ে এসেছে। গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তি সেরে ওঠার দুই মাস পরও তার শরীরে ভাইরাসটির নানা উপসর্গ থেকেই যাচ্ছে।
এতে করে মৃত্যুঝুঁকিও রয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের খবরে বলা হয়। করোনা ভাইরাসের অ্যান্টিডট নিয়ে পরীক্ষার পর গবেষকরা চূড়ান্ত ফল দিয়েছিলেন যে, যারা একবার আক্রান্ত হয়েছেন, তাদের শরীরেই অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে। যা দিয়ে সংক্রমণ ঠেকানো সম্ভব হয়। এমনকি সেরে ওঠা রোগীর প্লাজমা দিয়ে অপর আক্রান্ত রোগীকে সারিয়ে তোলাও সম্ভব। তবে ইতালির গবেষক দলের গবেষণায় পাওয়া নতুন এক তথ্য চিকিৎসকদের চিন্তায় ফেলে দিয়েছে।
এই বিষয়ে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত গবেষণায় জানা যায় যে, ইতালি হতে আসা ১৪৩ জন করোনা আক্রান্তের ওপর একটি সমীক্ষা চালান গবেষকরা। তাদের মধ্যে ৯০ শতাংশ মানুষই দুই মাস পরও শরীরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চলাফেরা করছেন।
গবেষণায় দেখা গেছে যে, উপসর্গ থেকে যাওয়ার কারণে রোগীরা ক্লান্ত এবং নানারকম শারীরিক সমস্যার মধ্যদিয়ে সময় পার করতে হচ্ছে। অপর দিকে কেবলমাত্র ১৩ শতাংশ মানুষ একেবারে উপসর্গ মুক্ত হতে পেরেছেন। এই বিষয়ে গবেষকরা বলেছেন, উপসর্গ থেকে যাওয়ার সময়কাল দীর্ঘ হলে ব্যক্তির মৃত্যুঝুঁকিও রয়েছে বলে গবেষকরা মনে করছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।