The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

বাজারে এলো বহুল প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ অবশেষে বৃহস্পতিবার গুগল তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নতুন আপডেট প্রকাশ করল। বিশ্ব জুড়ে অনেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই নতুন আপডেটটি পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন। গুগোল জানিয়েছে শনিবার থেকেই সকল  নেক্সাস ডিভাইসগুলোও এই আপডেট পাওয়া শুরু করবে।


top-5-features-in-android-4-3.png

অ্যান্ড্রয়েড আসার পর থেকেই এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। বাংলাদেশে অ্যান্ড্রয়েড প্রথমদিকে জনপ্রিয়তা না পেলেও ২০১২ সালের পর থেকেই জনপ্রিয়তা পেতে শুরু করছে। গুগল অ্যান্ড্রয়েড আপডেটেড ৪.৩ জেলি বিন অপারেটিং সিস্টেমে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। চলুন একে একে জেনে নেয়া যাক অ্যান্ড্রয়েড আপডেটেড ৪.৩ জেলি বিন সিস্টেমে কি কি নতুন সুবিধা যুক্ত হয়েছে!

রেসট্রিক্টেড প্রোফাইলঃ অ্যান্ড্রয়েড আপডেটেড ৪.৩ জেলি বিনে আপনি আপনার নিজের আলাদা রেসট্রিক্টেড প্রোফাইল তৈরি করতে পারবেন। অনেকেই চান তার স্মার্টফোনটিকে ব্যক্তিগত লুক দিতে, অথবা পরিবারের ছোট সদস্যদের থেকে আলাদা রাখতে ডিভাইসের অ্যাপ্লিকেশনগুলোতেও বয়সভিত্তিক প্রাইভেসি দিয়ে রাখতে পারবেন। নতুন এ সুবিধার কারণে অপ্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত নয় এমন আপত্তিকর বিজ্ঞাপন কিংবা এ ধরনের যেকোন কনটেন্ট থেকেও এটি আপনি আলাদা ভাবে রেসট্রিক্টেড রাখতে পারবেন।

Google-Nexus-7-2013-Android-4.3-Features-Restricted-Profiles-005

ব্লুটুথ লো এনার্জিঃ অ্যান্ড্রয়েড আপডেটেড ৪.৩ জেলি বিনে এ প্রযুক্তির সংযুক্তির ফলে ব্লুটুথ রানিং করার সময় আপনার ডিভাইসের ব্যাটারি খুব বেশি খরচ হবেনা। স্মার্টফোনে সাধারণত অনেকেই ব্লুটুথের সাহায্যে গেমস খেলে থাকেন অথবা নানান অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন ফলে ফোনের ব্যাটারি খুব বেশি ব্যাকআপ দিতনা। মূলত স্মার্টওয়াচ কিংবা ব্লুটুথ হেডফোন ব্যবহার বৃদ্ধির জন্যই গুগল এই নতুন সুবিধাটি নিয়ে এসেছে।

06-android4-3jellybeanfeaturesbluetoothlowenergyandopenglees3

ওপেনজিএল ইএস ৩.০: অ্যান্ড্রয়েড আপডেটেড ৪.৩ জেলি বিনে ওপেনজিএল ইএস ৩.০ সাপোর্ট করবে। ওপেনজিএল ইএস ৩.০ সমর্থনের ফলে আগের চেয়েও আপনার ডিভাইসে ভাল গ্রাফিক্স রেন্ডারিং সম্ভব হবে। অর্থাৎ ১০৮০ পিক্সেল রেন্ডারিং এর পাশপাশি ভবিষ্যতের অ্যান্ড্রয়েড গেমগুলোতে লেন্স ফ্লেয়ারের মত অসাধারণ সব ভিজুয়াল ইফেক্টও দেখা যাবে বলে জানিয়েছে গুগল। এর ফলে অ্যান্ড্রয়েড গেম ডেভলপারদের জন্য এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে।

opengl-565x354.png.pagespeed.ce.8yC4pEbELV

ব্যাকগ্রাউন্ড ওয়াইফাই লোকেশনঃ অ্যান্ড্রয়েড আপডেটেড ৪.৩ জেলি বিনে ব্যাকগ্রাউন্ড ওয়াইফাই লোকেশন থাকার করণে আপনি জিপিএস ছাড়া ওয়াইফাই ব্যবহারের মাধ্যমে লোকেশন সম্পর্কিত অ্যাপ্লিকেশন গুলোর কাজ চালিয়ে যেতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ওয়াইফাই লোকেশন, গুগল নাও এর সুবিধার্থে সংযুক্ত হয়েছে। তবে একদম সূক্ষ্মভাবে আপনি আপনার অবস্থান জানতে হলে আপনাকে জিপিএস এর উপর নির্ভর করতে হবে।

wifi-auto

ক্যামেরা ইন্টারফেসঃ অ্যান্ড্রয়েড আপডেটেড ৪.৩ জেলি বিনে আপনি আপনার ডিভাইসের কেমারা ব্যবহারের ক্ষেত্রে পাবেন অসাধারণ আউটলুক! নতুন এই ইন্টারফেসে আগের চেয়েও স্পষ্ট ছবি ধারণ করা সম্ভব হবে।

image-12-700x394

এছাড়াও ফন্টের উন্নয়ন, গেইমিং ইন্টারফেইস উন্নতি,সহ অ্যান্ড্রয়েডের এই নতুন ভার্সনে আরও বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।গুগলের এই নতুন আপডেটটি শনিবার থেকেই বাজারে ও গ্রাহকদের কাছে থাকা নেক্সাস ডিভাইসগুলোতে, অর্থাৎ নেক্সাস ৪, নেক্সাস ১০, প্রথম জেনারেশন নেক্সাস ৭ এবং গ্যালাক্সি নেক্সাসে আসতে শুরু করবে বলে গুগল নিশ্চিত করেছে। এছাড়া এইচটিসি ওয়ান এবং গ্যালাক্সি এস৪ গুগল এডিশনের জন্যও খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ৪.৩ আসবে বলে জানায় গুগল। আশাকরা হচ্ছে অ্যান্ড্রয়েড এর নতুন সংস্করণ আন্ড্রয়েডের ফ্র্যাগমেন্টেশন নিয়ে যা অভিযোগ তা পুরোপুরি মিটিয়ে দিবে।

সূত্রঃ CNET

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali