দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ এনটিভিতে রয়েছে বাংলা ছায়াছবি, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, একক নাটক, ধারাবাহিক নাটকসহ চমকপ্রদ সব অনুষ্ঠান।
আজ এনটিভিতে রয়েছে বাংলা ছায়াছবি, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, একক নাটক, ধারাবাহিক নাটকসহ চমকপ্রদ সব অনুষ্ঠান। দেখে নিন কি কি অনুষ্ঠান রয়েছে আজকের সূচীত।
সকাল ০৭:৩০ সকালের খবর
সকাল ০৮:০০ নৃত্যানুষ্ঠান: মন ময়ূরী। অংশগ্রহনে: মৌ, তারিন, ইশিতা, তিশা, নাদিয়া, লিখন, বিজরী বরকতউলাহ ও শখ।
সকাল ০৮:৩০ সঙ্গীতানুষ্ঠান: পাগল মন। উপস্থাপনা: সুমী। প্রযোজনা: ওয়াহিদুল ইসলাম শুভ্র।
অংশগ্রহনে: টুনটুন বাউল, রিংকু ও রেশমী।
সকাল ০৯:০০ একক নাটক: ষড়ঋতু। রচনা: শিবু কুমার শীল। পরিচালনা: ইমরাউল রাফাত।
অভিনয়ে: আফজাল হোসেন, মেহজাবিন, ফেরদৌসী লীনা, আর আই রবিন, রাজিব রাজ প্রমূখ।
সকাল ১০:০০ শিরোনাম
সকাল ১০:০৫ বাংলা ছায়াছবি: মনের জ্বালা। পরিচালনা: মালেক আফসারী।
অভিনয়ে: শাকিব খান, অপু বিশ্বাস, নাসরিন, কাবিলা, শিবা শানু, ইলিয়াস কোবরা,
মিশা সওদাগর, শর্মিলী আহমেদ, ববিতা প্রমূখ।
দুপুর ১২:০০ মধ্যাহ্নের খবর
দুপুর ০২:০০ দুপুরের খবর
দুপুর ০২:৩০ বাংলা ছায়াছবি: ধ্যাততেরিকি। পরিচালনা: শামীম আহমেদ রনি।
অভিনয়ে: আরেফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান, ফারিন, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, সুষমা সরকার প্রমূখ।
বিকেল ০৪:৩০ বিটিভি’র খবর
বিকেল ০৫:০০ দেশের খবর
সন্ধ্যা ০৬:০০ ইভনিং নিউজ
সন্ধ্যা ০৬:৪৫ ধারাবাহিক নাটক: মেষ রাশি। পর্ব ০৩। রচনা ও পরিচালনা: আদিবাসী মিজান।
অভিনয়ে: জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর, আরফান আহমেদ,
সাজু খাদেম, মুনিরা মিঠু, সূচনা শিকদার প্রমূখ।
সন্ধ্যা ০৭:৩০ সন্ধ্যার খবর
রাত ০৮:০৫ একক নাটক: ঈদের ডায়েট। রচনা: মুনতাহা বৃত্তা। পরিচালনা: হাবিব শাকিল।
অভিনয়ে: জাকিয়া বারি মম, শায়েদ জামান শাওন, অর্পন, সানজিদা প্রমূখ।
রাত ০৯:০০ ধারাবাহিক নাটক: টাম কাড। পর্ব ০৩। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: শামীম জামান।
অভিনয়ে: চঞ্চল চৌধুরী, আরফান, জয়রাজ, শামীম জামান, মৌসুমী হামিদ, পায়েলি পায়েল,
শাহনাজ খুশি, আমানুল হক হেলাল, সঞ্জীব আহমেদ প্রমূখ।
রাত ০৯:৩০ সঙ্গীতানুষ্ঠান: কিংবদন্তির গান। প্রযোজনা: হাসান ইউসুফ খান। উপস্থাপনা: নীল এইচ জাহান।
শিল্পী এন্ড্রু কিশোরের গান পরিবেশন করবেন শিল্পী রাজিব ও প্রিয়াংকা।
রাত ১০:৩০ রাতের খবর
রাত ১১:১০ একক নাটক: গার্লফ্রেন্ডের চাপ। রচনা: রাসেল আজম। পরিচালনা: রাফাত মজুমদার রিংকু।
অভিনয়ে: তৌসিফ মাহবুব, সাবিলা নূর, আজম খান, বাচ্চু, নিকুল কুমার মন্ডল প্রমূখ।
রাত ১২:১০ ধারাবাহিক: কুহক। পর্ব ০৩। রচনা: মেজবাহ উদ্দিন সুমন ও শিহাব শাহীন। পরি: শিহাব শাহীন।
অভিনয়ে: অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, সাবিহা জামান, জাহিদ প্রমূখ।
রাত ০১:০০ মধ্যরাতের খবর
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।