দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পূজা খুব নিকটেই। হিন্দু ধর্মাবলম্বিদের এই উৎসবকে কেন্দ্র করে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠানমালা সাজিয়েছে। এবার তিশাকে দেখা যাবে পূজার ‘রঙ’ নাটকে।
পূজো উপলক্ষে এইএকক নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার সঙ্গে রয়েছেন সৈয়দ জামান শাওন। তিশার এই নতুন নাটকের নাম ‘রঙ’।
এসএস রাত্রির রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ নারী নাট্যনির্মাতা আর এন রুম্পা। সম্প্রতি ঢাকার দোহার নবাবগঞ্জে নাটকটির শুটিংও সম্পন্ন হয়েছে।
এই নাটক সম্পর্কে তিশা বলেছেন, ‘উৎসবকেন্দ্রিক নাটকে কাজ করতে সবসময়ই খুব ভালো লাগে। এবারের পূজা’য় ‘রঙ’ নামের এই নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। তাছাড়াও আরও কয়েকটি পূজার নাটকেও আমি অভিনয় করেছি। আশা করছি নাটকগুলোতে দর্শকরা আমাকে নতুনভাবে দেখতে পাবেন।’
‘রঙ’ নাটকে তিশা ও শাওন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শেলি আহসান, এস এম আশরাফুল আলম, নিরব খান, জয়ীতা, সারাফাতসহ প্রমুখ।
নাটকটি সম্পর্কে নির্মাতা রুম্পা জানিয়েছেন, আসছে পূজায় ‘রঙ’ নাটকটি একটি বেসরকারী স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।