দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসের নাম শুনলেই যেনো আতঙ্ক সৃষ্টি হয়। তবে কারও বংশ পদবি যদি ‘করোনা’ হয়, তা হলে তার অবস্থা কী হবে একবার ভাবুন? ব্রিটেনের এক ব্যক্তি বংশ পদবি করোনা হওয়ায় মহা বিপাকে পড়েছেন!
এমন একটি পদবির কারণে কেমন ঝামেলা পোহাতে হতে পারে, তা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন ব্রিটেনের জনৈক ব্যক্তি। পরিস্থিতি এতোটাই জটিল হয়েছে যে, লোকজনকে বোঝাতে নিজের পাসপোর্ট ও ব্যাংকের পরিচয়পত্র সব সময় সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে!
৩৮ বছর বয়সী ব্রিটেনের ওই ব্যক্তির নাম জিমি করোনা। পেশায় তিনি একজন নির্মাণ শ্রমিক। তাদের পারিবারিক পদবি হলো ‘করোনা’। জিমির পূর্বপুরুষ ব্রিটিশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার দাদাও যোগ দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তিনি বহুদিন বন্দি ছিলেন নাৎসি ক্যাম্পে। এই ধরনের পরিবারের সদস্যকেও পদবির জন্যই কার্যত মহা বিপাকে পড়তে হচ্ছে।
করোনা ভাইরাসের সংক্রমণের পর হতে এই বিড়ম্বনার শিকার হচ্ছেন জিমি করোনা। এর মধ্যে ছেলের চিকিৎসা করাতে গিয়ে পদবির কারণেই বিপাকেও পড়তে হয় তাকে। শেষ পর্যন্ত দেখাতে হয় ছেলের জন্মসনদও। অনেকেই নামের সঙ্গে করোনা দেখে দূরে সরে যাচ্ছেন। বর্তমানে নিরুপায় হয়ে নিজের পাসপোর্ট ও ব্যাংকের আইডি সঙ্গে রাখতে হচ্ছে জিমি করোনাকে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।