দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একজন নাট্যাভিনেত্রী হিসেবেই জনপ্রিয় রোবেনা রেজা জুঁই। তবে মাঝে মধ্যেই তাকে বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যায় তাকে। তিন বছর পর বিজ্ঞাপনে এলেন জুঁই করিম।
নাটকে নিয়মিতভাবে অভিনয় করলেও বিজ্ঞাপনে অনিয়মিত জুঁই। তাই তিন বছর পর নতুন একটি টিভি বিজ্ঞাপনে মডেল হলেন জুঁই করিম।
রনি ভৌমিকের পরিচালনায় বিজ্ঞাপনটির শুটিং হলো মানিকগঞ্জের একটি লোকেশনে। শীঘ্রই এটি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হবে।
এতে অভিনয় সম্পর্কে জুঁই বলেন, ‘সর্বশেষ আমি ও আমার স্বামী মোশাররফ করিম আদনান আল রাজীবের নির্দেশনায় একটি ডিটারজেণ্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করি। সেই বিজ্ঞাপনটির জন্য বেশ সাড়াও পেয়েছিলাম। দীর্ঘ তিন বছর পর আবারও নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলাম। এটি নগদ’র বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটি গল্প নির্ভর একটি বিজ্ঞাপন। আমি যতোগুলো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি প্রত্যেকটি বিজ্ঞাপনই মূলত গল্প নির্ভর ছিলো, যে কারণে কাজ করতে আমার ভালো লেগেছে। আশা করি এই বিজ্ঞাপনটিও দর্শকদের ভালো লাগবে।’
গত সেপ্টেম্বরে ‘বিপ্লবী অথবা একজন প্রেমিকা’ নামে একটি নাটকে বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। সেটিও প্রচারের অপেক্ষায় রয়েছে।
মাছরাঙা টিভিতে জুঁই অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ‘চাঁন বিরিয়ানি’ ও বাংলাভিশনে রওনক হাসান পরিচালিত ‘বিবাহ হবে’ ধারাবাহিক দুটিও নিয়মিত প্রচার হয়ে আসছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।