দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্র ইউটা অঙ্গরাজ্য হতে উধাও হয়ে গেলো রহস্যময় একটি মনোলিথ। রূপালি রঙের লম্বা এবং উজ্জ্বল এই ধাতবখণ্ডকে পৃথিবীতে ভিনগ্রহের প্রাণী আসার প্রমাণ হিসেবে দেখা হয়ে আসছিলো।
গতি শনিবার এ তথ্য জানিয়েছে রাজ্যটির ব্যুরো অব ল্যান্ড ম্যানেজমেন্ট (বিএলএম)। ওই এজেন্সির পক্ষ হতে ফেইসবুকে জানানো হয় যে, অজ্ঞাত কোনো পক্ষ শুক্রবার রাতে মনোলিথটি সরিয়ে নিয়েছেন। বলা হয় যে, বিএলএমের এজমালি জমিতে অবৈধভাবে স্থাপন করা ওই ‘মনোলিথ’টি সরিয়ে দেওয়া হয়েছে। তবে ওই ‘ব্যক্তিগত সম্পদ’টি বিএলএম অপসারণ করেনি।
রাজ্যটির পাবলিক সেফটি অ্যারো ব্যুরোর কর্মকর্তারা ১৮ নভেম্বর প্রথমবার মনোলিথটি দেখতে পান। তখন তারা হেলিকপ্টার করে অন্য একটি সংস্থার সঙ্গে বিগহর্ন ভেড়া গণনা করছিলেন।
তাদের কাছে কাঠামোটি ‘২০০১: আ স্পেস অডিসি’ সিনেমার ভিনগ্রহের প্রাণীদের স্থাপনার মতোই মনে হয়েছিলো। মনোলিথটি একটি লাল পাথরের মাঝে স্থাপন করা হয়। যা উচ্চতা ছিলো প্রায় ১০ হতে ১২ ফুটের মতো।
ওই টিমের একজন বলেছেন, তার ধারণা যে ‘২০০১: আ স্পেস অডিসি’ সিনেমার কোনো ভক্ত মনোলিথ স্থাপনের সঙ্গে যুক্ত হতে পারেন। যদিও ১৯৬৮ সালের বিখ্যাত সিনেমাটিতে কালো মনোলিথ দেখানো হয়।
গত সোমবার ইউটা পাবলিক সেফটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছিলো, ‘আপনি যে গ্রহ হতেই আসুন না কেনো’ এটি একটি অবৈধ স্থাপনা। এর কয়েক দিন পরই ধাতবখণ্ডটি অদৃশ্য হয়ে যায়।
তবে মনোলিথটি কোথায় ছিল তা আনুষ্ঠানিকভাবে কখনও জানায়নি কর্তৃপক্ষ। তাদের ধারণা মতে, এতে করে প্রত্যন্ত অঞ্চলটিতে ভ্রমণ বেড়ে যেতো। কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার করা প্রায় কঠিন হয়ে পড়বে। তা সত্ত্বেও কিছু মানুষ ওই স্থান আবিষ্কার করে ফেলেন।
উল্লেখ্য, এলিয়েনের পৃথিবীতে আগমনের ঘটনা মাঝে মাধ্যেই ঘটে। গবেষকরা বিভিন্ন সময় নানা রকম প্রমাণ দিয়ে থাকেন। কিন্তু এর প্রকৃত রহস্য এখনও রহস্যই রয়ে গেছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।