দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনলাইনের বড় জনপ্রিয় প্লাটফর্ম নেটফ্লিক্স নিয়ে রয়েছে নানা সমালোচনা। সন্তানরা কী দেখছে কী শিখছে এই নিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবক। তবে এই বিষয়টি নিয়ে ভাবছেন নেটফ্লিক্সের কর্তৃপক্ষ।
এখন থেকে সন্তান যা দেখছে তা জানতে পারবেন অভিভাবক। যেসব বিষয় সন্তান দেখছে তার বিষয়বস্তু কি প্রাপ্তবয়স্কদের জন্য কি না সেই বিষয়টি তদারকি করতে পারবেন তারা। নেটফ্লিক্স এক ইন্টারফেসে নতুন সংযোজন করেছে সেটি হলো ‘নেটফ্লিক্স কিডস অ্যাক্টিভিটি রিপোর্ট’। এতে করে স্ট্রিমিং প্ল্যাটফর্মে আপনার সন্তান আসলে কী দেখছে, কে তাদের ফেভারিট ক্যারেক্টার বা তাদের ভিউয়িং প্যাটার্নও বুঝতে পারবেন আপনি। তাছাড়াও নেটফ্লিক্স আনতে চলেছে ফ্যামিলি প্রোফাইল সেটিং, যা পুরো পরিবারের পছন্দের স্ট্রিমিং কনটেন্টগুলোকেই এক জায়গায় সাজিয়ে রাখবে।
এক সপ্তাহের মধ্যে মেইল করে ইউজারদের এই বিষয়ে যাবতীয় তথ্যই পাঠাবে নেটফ্লিক্স। নিয়মিত এক রিপোর্ট পাঠাবার কথাও ভাবছেন তারা। বাচ্চাদের পছন্দ মতো শো, তাদের পছন্দের চরিত্র ও তাদের সুপারিশ করা কনটেন্টের বিষয়েও থাকবে সব তথ্য। ‘নেটফ্লিক্স কিডস অ্যাক্টিভিটি রিপোর্ট’-এ আরও থাকছে জোক অব দ্য ডে, রঙিন পেজে নেটফ্লিক্স এর সব চরিত্র ও তাতে থাকছে তাদের পছন্দের চরিত্রগুলো নিয়ে কুইজ।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।