দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের এক বিচ্ছিন্ন দ্বীপ। সেখানে রয়েছে একটি মাত্র বাড়ি। এর চারিদিকে বিশাল নীল জলরাশি। এমনই এক নয়ানাভিরাম স্থানের কয়েকটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কেও কেও বলছেন, পৃথিবীতে এমন কোনও স্থানই নেই। শিল্পীর কল্পনায় ফোটোশপে তৈরি করা হয়েছে নিশ্চয়ই। কেও আবার বলছেন, আইসল্যান্ডে এমন কোনো স্থানের নিশ্চয়ই অস্তিত্ব রয়েছে। ছোট্ট ওই দ্বীপের একমাত্র বাড়িটিকে বর্তমানে বিশ্বের ‘নিঃসঙ্গতম’ তকমা দিয়েছেন নেটিজেনরা। আসলে এর সত্যিটা কী?
ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি হলো, আইল্যান্ডের দক্ষিণে এক বিচ্ছিন্ন এলাকায় এই দ্বীপটির অবস্থান। দ্বীপটির নাম হলো এলিডে। আইসল্যান্ডের দক্ষিণে ১৫ হতে ১৮টি এমন ছোট ছোট দ্বীপও রয়েছে। এটি সেইসব দ্বীপের একটি। তবে বর্তমানে এই দ্বীপটি জনমানব শূন্য একটি দ্বীপ। এক সময় এখানে ৫টি পরিবার বসবাস করতেন। এই দ্বীপের শেষ পরিবারটি ১৯৩০ সালে এই দ্বীপ ছেড়ে চলে গেছেন।
তবে এতো কথা বলা হলেও আসল সত্যটা হলো, বাস্তবেও আইসল্যান্ডের এলিডে দ্বীপে এমন একটি বাড়ি নাকি রয়েছে। ওই বাড়ির মালিক হলো ‘এলিডে হান্টিং অ্যাসোসিয়েশন’। বাড়িটি আজ থেকে প্রায় ৭০ বছর পূর্বে অর্থাৎ ১৯৫০ সালে তৈরি করা হয়েছিলো। এই অ্যাসোসিয়েশনের সদ্যসরা শিকার করতে গেলে এই বাড়িতেই থাকেন। এই শিকারিরা সমুদ্রে ‘পাফিন’ পাখি শিকার করতে যেতেন। যে কারণে বাস্তবেও এমন একটি দ্বীপ রয়েছে। যে বাড়িটি আসলেও বিশ্বের ‘নিঃসঙ্গতম বাড়ি’ হিসেবেই পরিগণিত হচ্ছে। যা নিয়ে নেট দুনিয়া এখন মেতে উঠেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।