বাজারে এসেছে নতুন Walton Primo NX স্মার্টফোন। বড় পর্দায় গেমিং সুবিধাসহ নানা নতুন সুবিধা যুক্ত হয়েছে এই স্মার্টফোনে। সেসব নিয়ে ছবিসহ আজকের টিউটোরিয়াল।
বড় পর্দায় গেমিং প্রযুক্তি MHL:
Walton Primo NX-এ যুক্ত হয়েছে MHL (Mobile High-definition Link) প্রযুক্তি, যেটার সাহায্যে আপনি স্মার্টফোনের ছোট স্ক্রিন থেকে কম্পিউটারের বড় স্ক্রিনে গেমিং সুবিধা উপভোগ করতে পারবেন। এজন্য প্রয়োজন একটি MHL ক্যাবল, USB ক্যাবল এবং সাথে একটি Power adaptor — যা কেনার সময়ই ফোনের সাথে দেয়া থাকে।
প্রথমে MHL ক্যাবলের USB পোর্টটি আপনার Walton Primo NX স্মার্টফোনের সাথে কানেক্ট করুন। ছবিতে দেখুন:
MHL ক্যাবলের adaptor এর সাথে বাকী যে USB ক্যাবলটি রয়েছে তার Micro USB পোর্টটি কানেক্ট করুন।
USB ক্যাবলের বাকী পোর্টটি Power adaptor এর সাথে কানেক্ট করুন।
Power adaptor টিকে বিদ্যুতের সাথে কানেক্ট করুন। MHL এর adaptorটির USB পোর্টটি কম্পিউটারের USB পোর্টের সাথে কানেক্ট করুন।
এবার দেখুন আপনি বড় স্ক্রিনে গেমটি একদম ডেস্কটপে খেলার মতোই উপভোগ করতে পারছেন।
USB OTG Review
USB OTG (On-The-Go) এর সাহয্যে আপনি আপনার Walton Primo NX সেটটি কীবোর্ড এবং মাউস দিয়ে ব্যবহার করতে পারবেন এবং Pendrive এর ডাটাও আদান-প্রদান করতে পারবেন। এজন্য লাগবে USB সাপোর্টেড মাউস, কীবোর্ড এবং একটি পেন ড্রাইভ।
প্রথমেই আপনার যে USB ক্যাবলটি আছে সেটি স্মার্টফোনের সাথে কানেক্ট করুন।
এবার USB ক্যাবলের বাকী পোর্টটির সাথে একটি USB সাপোর্টেড মাউস কানেক্ট করুন।
কানেক্ট করার পরপরই দেখবেন আপনার সেটে একটি মাউসের আইকন এসে যাবে। এবার মাউস দিয়ে সেটটি ইচ্ছেমতো ব্রাউজ করুন!
টাচস্ক্রিনে আঙুল দিয়ে টাইপ করতে করতে আঙুল ব্যথা হয়ে গেলে আছে কীবোর্ড ব্যবহারের সুবিধা। এজন্য একটি USB সাপোর্টেড কীবোর্ড আপনার সেটের USB ক্যাবলের সাথে যুক্ত করুন।
দেখুন, এবার খুব সহজেই আপনি কীবোর্ডের সাহায্যে টাইপ করতে পারছেন।
Pendrive এর ডাটা আদান-প্রদানের জন্য Pendrive টি USB ক্যাবলের সাথে যুক্ত করুন।
Pendrive টি ব্লিঙ্ক করলে বুঝবেন এটি আপনার সেটের সাথে কানেক্ট হয়ে গেছে। এবার Pendrive এর ডাটা দেখার জন্য সেটের মেন্যুতে গিয়ে File Manager এ যান। সেখানে দেখবেন External USB Storage নামে একটি অপশন এসে গেছে।
এটিই আপনার Pendrive। এখানে ক্লিক করলে আপনি আপনার ডাটাগুলো দেখতে পাবেন।
এখান থেকে সহজেই কপি করে প্রয়োজনীয় ডাটা আপনার সেটের Phone Storage-এ নিয়ে যেতে পারেন।