দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়ষ্ক মানুষ, বয়ষ্ক পশু পাখি কতো কি ই না রয়েছে। তবে আজ আপনাদের জন্য রয়েছে পৃথিবীর সবচেয়ে বয়স্ক গাছ সম্পর্কে কিছু তথ্য। যা শুনলে আপনি নিজেও বিস্মিত হবেন।
বয়ষ্ক মানুষ, বয়ষ্ক পশু পাখি কতো কি ই না রয়েছে। তবে আজ আপনাদের জন্য রয়েছে পৃথিবীর সবচেয়ে বয়স্ক গাছ সম্পর্কে কিছু তথ্য। যা শুনলে আপনি নিজেও বিস্মিত হবেন।
একবার ভাবুনতো একটা গাছের বয়স সর্বোচ্চ কতো হতে পারে? আপনি কী এই বিষয়টি আন্দাজ করতে পারেন? বড়জোর ৫০০ বছর হতে পারে। তবে আপনি শুনলে নিজেও আশ্চর্য হবেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট মাউন্টেস-এ এমন একটা গাছ রয়েছে যার বয়সের কথা শুনলে আপনি রীতিমতো আঁতকে উঠতে পারেন।
ওই গাছের বয়স কত বছর সেটি এবার শুনুন, তার আগে বলে নেওয়া যাক গাছটির বৈজ্ঞানিক নাম হলো Pinus longaeva । মূলত গ্রেট বেসিন বিসলকোন পাইন জাতের এই গাছটির নাম রাখা হয়েছে মেথুলাস। আর মেথুলাস হলো বাইবেলে বর্ণিত সবচেয়ে বয়ষ্ক চরিত্রটির নাম। বাইবেলের ওই মেথূলাসের বয়স ছিল ৯৬৯ বছর।
তবে বৃক্ষ মেথুলাসের বয়স তারচেয়েও অনেক অনেক গুণ বেশি। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে, মেথুলাসের জন্ম যিশুখৃস্টের জন্মেরও ২,৮৩২ বছর পূর্বে! অর্থাৎ পিরামিড তৈরিরও অনেক পূর্বে! তাহলে ওই গাছটার বর্তমান বয়স হলো ৪,৮৪৪ বছর। একবার আপনি বিষয়টি নিয়ে ভাবুন!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।