দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওয়াই-ফাইয়ের ইন্টারনেট গতি দুর্বল হলে বা রাউটার ঠিকঠাক কাজ না করলে অনেকেই বেশ সমস্যায় পড়েন। তবে কিছু পদ্ধতি অনুসরণ করে ওয়াই-ফাইয়ের ইন্টারনেট সংযোগটি শক্তিশালী করা যায়।
সঠিক স্পিড পেতে হলে আপনাকে ওয়াই-ফাই রাউটারটিকে বাড়ির একটি মাঝামাঝি স্থানে রাখতে হবে, যাতে বাড়ির সর্বত্রই সহজেই ইন্টারনেট সংযোগ সমানভাবে পায়।
ওয়াই-ফাই ব্যবহার করলে দেখে শুনে ভালো মানের রাউটার ব্যবহার করুন। সেটি হতে পারে ডাবল অ্যান্টেনা কিংবা মাল্টি অ্যান্টেনাও। রাউটারটি ২.৪ গিগাহার্জ হতে ৫ গিগাহার্জ ও ৮০২.১১ এসি বা ৮০২.১১ এন স্ট্যান্ডার্ডের কি না, তা দেখে নেওয়াই ভালো।
আপনি বাড়ির এমন একটি অংশে থাকেন, যেখান থেকে রাউটার অনেকটা নিচে রয়েছে। এই অবস্থায় রাউটারের ২.৪ গিগাহার্জের চ্যানেল আপনি ব্যবহার করুন।
যে ওয়াই-ফাই রাউটার ব্যবহার করবেন সেটিও একটি ড্রাইভার সফটওয়্যারের মাধ্যমে কার্য সম্পাদন করে। তাই সময়ে সময়ে রাউটারের ড্রাইভার সফটওয়্যার আপডেটে আপনাকে নজর দিতে হবে। আপডেটের ব্যাপারে জানতে রাউটারের কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখুন।
দেখা যায় যে, অনেক সময় যে কোনো অপারেটিং সিস্টেমের ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে ওয়াই-ফাই রাউটারটি ঠিকমতো সংযোগ স্থাপন করতে পারে না বা পারছে না কিংবা মাঝেমধ্যে ছেড়েও দেয়। সে ক্ষেত্রে পিএলআইএসটি জাতীয় ফাইলগুলো ডিলিট করলে সমাধান পেতে পারেন।
আবার কর্ডলেস ফোনের কানেকশন, মাইক্রোওয়েভ বা ব্লুটুথের জন্য অনেক সময় ওয়াই-ফাই রাউটার সঠিকভাবে কাজ করতে পারে না। এ ক্ষেত্রেও ডাবল রাউটার ব্যবহার করলে সমস্যা অনেকটাই তখন কমে যাবে। তাই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনার ওয়াই-ফাইয়ের স্পিড বেড়ে যাবে বা সঠিকভাবে চলবে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।