The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঢামেক কোভিড আইসিইউতে আগুন : ৩ রোগীর মৃত্যু

এই ঘটনার পর রোগীদের স্থানান্তরের সময় ৩ জনের মৃত্যু হয়েছে- দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের পর ৩ জনের মৃত্যু ঘটেছে।

ঢামেক কোভিড আইসিইউতে আগুন : ৩ রোগীর মৃত্যু 1

আজ (বুধবার) সকাল ৮টা ১৩ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর রোগীদের স্থানান্তরের সময় ৩ জনের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেছেন, ‘আইসিউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনেই ছিলেন। তারা সবাই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ এবং বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। পরে সেখানে ৩ জনের মৃত্যু ঘটে।’

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থাও করা হয়। আইসিইউতে থাকা রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়। এই আইসিইউ ইউনিটে ১৮ জন কোভিড রোগি চিকিৎসাধীন ছিলেন।

তবে নিহত রোগির স্বজনরা দাবি করেছেন, আগুনে পুড়ে যাওয়ার কারণেই নাকি তাদের মৃত্যু ঘটেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের

Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...