দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিছু কিছু ঘটনা আমাদের বিস্মিত করে। যেমন করেছে এই যুবকের ঘটনা। তিনি একই সঙ্গে করলেন দুই প্রেমিকাকে বিয়ে!
দুই প্রেমিকাই তাকে ভালোবাসেন। তারা কেওই ছেড়ে যেতে চান না প্রেমিককে। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে একই সঙ্গে দুই প্রেমিকাকে একই মণ্ডপে বিয়ে করলেন যুবক চান্দু মৌর্য! এই বিয়ের আগে তিন জনেরই নাম- পরিচয় দিয়ে কার্ডও ছাপিয়েছেন ওই যুবক এবং তা দিয়ে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি এমন একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ওই যুবক চান্দু মৌর্য পেশায় একজন কৃষক। প্রথমে চান্দু মৌর্য সুন্দরী কাশ্যপ নামে একটি মেয়ের প্রেমে পড়েন। একদিন তাকে নিজের বাড়িতেও নিয়ে আসেন। দু’জনে একসঙ্গে থাকতে শুরু করেন। ঠিক এক মাস পর হাসিনা বাঘেল নামে অপর একটি মেয়েকে ভালো লাগে চান্দু মৌর্য। তাকেও একইভাবে বাড়িতে নিয়ে আসেন।
বিষয়টি জানাজানির পর সুন্দরী কাশ্যপ কিছুই মনে করেনি। বরং হাসিনাকে মেনেও নিয়েছেন তিনি। তারা তিনজন প্রায় এক বছর একসঙ্গে থাকার পর একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের পরিবারও বিষয়টি মেনে নেয়। পরে বিয়ের কার্ড ছাপিয়ে ধুমধাম করে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।