The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

স্থিতিশীল রয়েছে চিত্রনায়ক ফারুক এমপির অবস্থা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়ক এবং এমপি ফারুক। গত ৪ মার্চ তার শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। স্থিতিশীল রয়েছে তার অবস্থা।

স্থিতিশীল রয়েছে চিত্রনায়ক ফারুক এমপির অবস্থা 1

সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন ফারুকের পাশে রয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান। তিনি জানিয়েছেন, ফারুকের অবস্থা বর্তমানে স্থিতিশীল। উন্নতি হচ্ছে, তবে খুবই ধীরগতিতে। কথাবার্তাও বলছেন, নড়াচড়াও করছেন, তবে অনেক কম।

তিনি আরও জানিয়েছেন যে, তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় খাবার দেওয়া যাচ্ছে না। স্বাভাবিক কোনো খাবারই তিনি খেতে পারছেন না। তাকে এখনও তরল খাবার দিতে হচ্ছে।

উল্লেখ্য, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিত্রনায়ক ফারুক বিগত ৮ বছর ধরে চিকিৎসাসেবা নিয়ে আসছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মসে সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষার পর তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। তারপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন ফারুক। তখন সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির কয়েকদিন পরই তার মস্তিষ্কে সংক্রমণ ধরা পড়ে। মাঝে অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...