দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ ঘানির অবস্থান অবশেষে জানা গেছে। রবিবার তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পর পালিয়ে যান তিনি। এখন সংযুক্ত আরব আমিরাতে তিনি অবস্থান করছেন।
রবিবার তালেবানরা কাবুল দখল করে নেওয়ার পর পালিয়ে যান তিনি। তার অবস্থান সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়। এখন জানা যাচ্ছে যে, তাকে আশ্রয় দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। খবর বিবিসি বাংলা।
তাজিকিস্তানে আফগান রাষ্ট্রদূত অভিযোগ করেছেন যে, আশরাফ ঘানি রবিবার যখন দেশ ছাড়েন তখন তার সঙ্গে করে তিনি ১৬ কোটি ৯০ লক্ষ ডলার নিয়ে যান। রাষ্ট্রদূত মোহাম্মদ জহির আগবার, আশরাফ ঘানির আফগানিস্তান ত্যাগকে, দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলেও বর্ণনা করেন। তিনি তাজিকিস্তানের রাজধানী দুশানবে-তে আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলন করে একথা বলেন।
তিনি আরও ঘোষণা করেন, দূতাবাসের সাবেক ডেপুটি প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে আফগানিস্তানের অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দিচ্ছে। আফগানিস্তানের পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানি সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন বলে উপসাগরীয় রাষ্ট্রটির পররাষ্ট্র মন্ত্রণালয় হতে ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে, ইউএই পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, মানবিক কারণে সংযুক্ত আরব আমিরাত আশরাফ ঘানি এবং তার পরিবারকে দেশটিতে স্বাগত জানিয়েছে।
এদিকে আল জাজিরার এক খবরে বলা হয়েছে, টাকা নিয়ে পালানো সম্পর্কে অভিযোগ উঠায় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানিয়েছেন যে, কাবুলে রক্তপাত ঠেকাতেই তিনি আফগানিস্তান ছেড়ে চলে গেছেন। এই সময় তিনি কোনো টাকা-পয়সা নেননি।
গতকাল বুধবার (১৮ আগস্ট) রাতে আরব আমিরাত হতে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।