দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবারও ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরের নাবলাসের কাছে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সী ওই কিশোর নিহত হয়।
এমন নৃশংস বর্বরতম ঘটনার পর ইতিমধ্যেই সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। যদিও নিজেদের কুকীর্তি ধামাচাপা দিতে একাধিক সাফাই গেয়েছেন ইসরায়েলের ঘাতক বাহিনী।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) পশ্চিম তীরের বালাতার শরণার্থী শিবিরে হামাস জঙ্গি সংগঠনের সদস্যদের খোঁজে আচমকা অভিযান চালায়ইসরায়েলি বাহিনী। ওই অভিযানের সময় বিনা প্ররোচণাতে গুলি চালাতে শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এই সময় আতঙ্কিত হয়ে পড়েন শরণার্থী শিবিরের বাসিন্দারা। ইসরায়েলি সেনাদের ছোঁড়া গুলি গিয়ে লাগে ১৬ বছর বয়সী কিশোর ইমাদ হাসহাসের মাথায়। তাৎক্ষণাত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত রাফিদিয়া সার্জিকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালের চিকিৎসকরা ইমাদকে মৃত বলে ঘোষণা করেন।
ইমাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন পশ্চিম তীরের বালাতার স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, জঙ্গিদের খোঁজার নাম করে শরণার্থী শিবিরগুলোতে ঢুকে লাগাতার নির্যাতন চালাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। গত কয়েক মাসে ইসরায়েলি সেনার হাতে একাধিক নিরীহ ফিলিস্তিনি কিশোর প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনিদের ভয় দেখাতেই ইচ্ছাকৃতভাবে শিশু-কিশোরদের টার্গেট করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
যদিও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ হতে কিশোরকে গুলি করে খুন করার সাফাই গেয়ে বলা হয়েছে, বালাতা রিফিউজি ক্যাম্পে একজন সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য ওই সময় অভিযান চালানো হচ্ছিল। আচমকাই বেশ কয়েকজন ইসরায়েলি সেনাদের হুমকি দেয়। সেই হুমকি মোকাবিলা করতেই গুলি ছুঁড়তে হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।