দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে তালেবান নেতাদের মধ্যে গত কয়েকদিন আগে দ্বন্দ্ব দেখা দেয় বলে যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা বলে দাবি করেছেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার।
একই সঙ্গে আব্দুল গনি বারাদার আহত হওয়ার খবরও উড়িয়ে দিয়েছেন। এনডিটিভির এক খবরে বলা হয়েছে, বুধবার এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন।
দোহার তালেবানের রাজনৈতিক কার্যালয় থেকে টুইটারে পোস্ট করা একটি ভিডিও সাক্ষাৎকারে মোল্লা বারাদার আরও বলেন যে, আমি ভালো ও সুস্থ রয়েছি।
আফগানিস্তানের এ উপপ্রধানমন্ত্রী আরও বলেন, মিডিয়া বলছে- আমাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেখা দিয়েছে। তবে আমাদের মধ্যে এমন কিছুই নেই। দ্বদ্বের খবর আদতেও সত্যি নয়। এটি নিয়ে চিন্তার কোনো কারণই নেই।
‘শত্রুদের অপপ্রচার’ মিথ্যা প্রমাণিত করতে এই সাক্ষাৎকার আরটিএ টিভিতে দেখানো হবে বলেও জানান তালেবানের সাংস্কৃতিক কমিশনের এক কর্মকর্তা।
উল্লেখ্য, গত রবিবার কাতারের পররাষ্ট্রমন্ত্রীর কাবুল সফরের সময় প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের সঙ্গে তার সাক্ষাৎ হলেও সেখানে ছিলেন না মোল্লা বারাদার। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে, ‘আমরা জানতামই না কাতার থেকে পররাষ্ট্রমন্ত্রী আসছেন। জানতে পারলে আমরা সফর স্থগিতও করতাম। আমরা সফরে থাকার কারণেই তখন সাক্ষাৎ ঘটেনি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সফর হতে ফেরা সম্ভব ছিলো না। আগে খবর পেলে আমরা অন্য বন্ধুদের সঙ্গে ওই বৈঠকে যোগ দিতাম।’
তালেবান কর্মকর্তারা জানিয়েছেন যে, মোল্লা বারাদার কান্দাহারে গেছেন। সেখানে গ্রুপটির সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা বসবাস করেন বলে মনে করা হয়ে থাকে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।