দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘প্রীতিলতা’ চরিত্রে অভিনয় করছেন হালের সব চেয়ে আলোচিত এবং জনপ্রিয় ঢালিউড কন্যা পরীমনি। পরীমনি গতকাল (শুক্রবার) এফডিসিতে ‘প্রীতিলতা’র সংবাদ সম্মেলনে হাজির হন।
বীরকন্যা প্রীতিলতার ৮৯তম আত্মাহুতি দিবসে এফডিসিতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা পরীমনি।
জানা যায়, আগামী মাসে এ সিনেমার শুটিং শুরু করবেন চিত্রনায়িকা। প্রথমে ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং দিয়েই পুরোদমে কাজ শুরু করতে চান পরীমনি।
পরীমনি সিনেমাটি নিয়ে বেশ আলোচনায় রয়েছেন। কারণ এমন রূপে আগে কখনও তাকে দেখা যায়নি। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ প্রীতিলতা চরিত্রটি তার জন্য এক চ্যালেঞ্জের। কিছুদিন আগে প্রীলতা রূপে হাজির হয়ে সবাইকে চমকে দেন পরীমনি। তার প্রতিকৃতির পেছনে লেখা ‘ওয়ানটেড’। ‘প্রীতিলতা’ নামে এই চলচ্চিত্রেই নামভূমিকায় অভিনয় করছেন পরীমনি।
পরীমনি এখানে হাজির হন গ্রেফতার এবং জামিনে মুক্তি পাওয়ার ২৩ দিন পর। পরীমনি সাংবাদিকদের কিছু প্রশ্নের জবাবও দেন।
পরীমনি বলেন, প্রীতিলতার চরিত্রের জন্য দুই বছর ধরে যে প্রস্তুতি নিয়েছি তা মুখে প্রকাশ করা একেবারেই সম্ভব নয়। কী করেছি সেই জবাব দিবো সিনেমার পর্দার মাধ্যমে। অক্টোবরে শেষে বাকি অংশের শুটিং শেষ হবে বলে এই সময় জানান ‘স্বপ্নজাল’ এর এই চিত্রনায়িকা।
প্রীতিলতাকে পর্দায় রূপ দিচ্ছেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷ এই সময় উপস্থিত হন সিনেমাটির প্রধান চরিত্র সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।