দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি সত্যি সত্যিই লাখ লাখ ডলার চুরি করেছেন বলে আনুষ্ঠানিকভাবে বলেছে তালেবান।
এই গোষ্ঠীর মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে, আফগান প্রেসিডেন্ট প্রাসাদ হতে এমন একটি ভিডিও সরবরাহ করা হয়েছে যাতে দেখা যাচ্ছে যে, আশরাফ ঘানি ডলার চুরি করার পর সেখানকার কর্মকর্তা-কর্মচারীরাও ঝগড়া করছেন। এক পর্যায়ে তারা হাতাহাতিতেও লিপ্ত হয়েছেন। তারা মূলত ঝগড়া করছিলেন অবশিষ্ট অর্থ-কড়ি নিয়ে।
আশরাফ ঘানি পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় যে, গাড়ি এবং প্লেন ভর্তি করে লাখ লাখ ডলার চুরি করে নিয়ে গেছেন সাবেক আফগান প্রেসিডন্ট আশরাফ ঘানি। তবে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও আশরাফ ঘানি সেই অভিযোগ বিদেশে যাওয়ার পর প্রত্যাখ্যান করেন। উল্টো তিনি দাবি করেন যে, নিরাপত্তা কর্মকর্তাদের তাড়াহুড়ো থাকার কারণে সম্পত্তি এবঙ গোপনীয় নথি রেখেই দ্রুত দেশ ছাড়তে হয় তাকে।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট দুই দশকের লড়াই শেষে কাবুল দখল করে তালেবান। এর মাধ্যমে তারা পুরো আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। কাবুল দখলের পরপরই আকস্মিকভাবে দেশ ছেড়ে পালান দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন আশরাফ ঘানি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।